For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গাপুজোয় নুসরতকে ঘিরে বিতর্ক! দারুল উলুমকে জবাব দিলেন তৃণমূল সাংসদ

দুর্গা পুজো পালন করা নিয়ে দারুল উলুমের সমালোচনার জবাব দিলেন নুসরত। এর আগে উত্তর প্রদেশের দারুল-উলুম-উলেমা-এ-হিন্দের তরফে নুসরতের দুর্গাপুজো ঘিরে প্রশ্ন তোলা হয়েছিল।

  • |
Google Oneindia Bengali News

দুর্গা পুজো পালন করা নিয়ে দারুল উলুমের সমালোচনার জবাব দিলেন নুসরত। এর আগে উত্তর প্রদেশের দারুল-উলুম-উলেমা-এ-হিন্দের তরফে নুসরতের দুর্গাপুজো ঘিরে প্রশ্ন তোলা হয়েছিল। যদিও এর আগেও, নুসরতের বিয়ের পর তিনি কেন সিঁথিতে সিঁদুর পরছেন তা নিয়ে প্রশ্ন তোলে এই সংগঠন। সেই সময় নুসরতের পাশে এসে দাঁড়ান বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। ওই সংগঠনের অভিযোগ ছিল এতে ইসলামের অবমাননা করা হচ্ছে।

নুসরতের জবাব

নুসরতের জবাব

পাল্টা জবাব দেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ। তিনি বলেন, তাঁর নাম পরিবর্তন করার পরামর্শ দেওয়ার অধিকার নেই দারুল-উলুম-উলেমা-এ-হিন্দের। তিনি বলেছেন, এটা ধর্মের কোনও বিষয় নয়, এটা হল উৎসব। নুসরত বলেছেন, যাঁরা তার নাম দেননি, তাঁরা কী করে নাম পরিবর্তনের কথা বলতে পারেন। তিনি আরও বলেন, এটা হিন্দু কিংবা মুসলিমের ব্যাপার নয়। সমালোচনাকারীদের প্রতি তাঁর বার্তা, কিছুটা ছাড় দিন। শেষে বলেছেন শুভ পুজো।

নুসরত জাহান তাঁর সমালোচনাকারীদের পাল্টা সমালোচনা করেছেন, বিষয়টিকে রাজনৈতিকভাবে পরিবেশনের জন্য। তিনি বলেছেন, এটা উৎসবের সময়।

এবারের লোকসভায় নুসরত জাহান সংখ্যালঘু অধ্যুষিত বসিরহাট থেকে নির্বাচিত হয়েছেন। মঙ্গলসূত্র এবং সিঁন্দুর পরা নিয়েও তিনি এর আগে সমালোচনার মুখে পড়েছিলেন। এবছরেই তিনি বিয়ে করেছেন ব্যবসায়ী নিখিল জৈনকে।

অষ্টমীতে নুসরত জাহান

প্রসঙ্গত, সুরুচি সংঘের পুজোয় এবছর স্বামী নিখিলের সঙ্গে পৌঁছে যান নুসরত। লাল শাড়িতে নুসরত যতটা উজ্জ্বল ছিলেন, ততটাই তাঁর পাশে নিখিলও নজর কেড়েছিলেন অষ্টমীর দিন। মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো সুরুচি সংঘে গিয়ে শুধু অঞ্জলিই নয়, নুসরত নিখিল ঢাকও বাজান অষ্টমীর দিন অরূপ বিশ্বাসের সঙ্গে পুজো প্যান্ডেলে।

ক্ষিপ্ত মুসলিম সংগঠন

ক্ষিপ্ত মুসলিম সংগঠন

এরপরই গর্জে ওঠে ইসলাম ধর্মাবলম্বী সংগঠন দারুল- উলুম- উলেমা-এ-হিন্দ । সংগঠনের পক্ষে দাবি করা হয়েছে, 'এরকম প্রার্থনায় অংশ তো উনি (নুসরত) নিয়েই যাচ্ছেন। যদিও ইসলাম ধরে এভাবে ঈশ্বর (মূর্তি)র প্রতি প্রার্থনাকে মান্যতা দেওয়া হয় না। আল্লাহ ছাড়া কারও প্রতি প্রার্থনা করা যায় না ইসলাম অনুযায়ী। এটা 'হারাম' এর সাামিল '।

[ জঙ্গি দমনের কৌশলে বিপুল পরিবর্তন এসেছে দাবি বায়ুসেনা প্রধানের][ জঙ্গি দমনের কৌশলে বিপুল পরিবর্তন এসেছে দাবি বায়ুসেনা প্রধানের]

[ গণপ্রহার পাশ্চাত্যের! দেশকে বদনাম না করতে, বার্তা দিলেন আরএসএস প্রধান][ গণপ্রহার পাশ্চাত্যের! দেশকে বদনাম না করতে, বার্তা দিলেন আরএসএস প্রধান]

English summary
TMC MP Nusrat Jahan hits back at Muslim clerics on celebrating Durga Puja. Muslim cleric had slammed Nusrat Jahan for participating in Hindu rituals and said the actor should change her name and religion.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X