For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি বিগ জিরো, ছক্কার পর ছক্কা হাঁকাল তৃণমূল, খুশির বাঁধ ভাঙল কল্যাণের

পঞ্চায়েত ভোটের আগে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। তৃণমূলের আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার তথা দলের পক্ষে এই জয় ছিনিয়ে এনে বেজায় খুশি ব্যক্ত করলেন।

Google Oneindia Bengali News

পঞ্চায়েত ভোটের আগে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। তৃণমূলের আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার তথা দলের পক্ষে এই জয় ছিনিয়ে এনে বেজায় খুশি ব্যক্ত করলেন। সুপ্রিম কোর্টে রায়দানের পর কল্যাণবাবু বলেন, 'বিজেপি শুধু হারেনি, শূন্য পেয়েছে এই যুদ্ধে। আর তৃণমূল ওভার বাউন্ডারির পর ওভার বাউন্ডারি হাঁকিয়ে গিয়েছে।'

বিজেপি বিগ জিরো, ছক্কার পর ছক্কা হাঁকাল তৃণমূল, খুশির বাঁধ ভাঙল কল্যাণের

[আরও পড়ুন: প্রার্থী থাকলে নিয়ে আসুন, মনোনয়ন পেশের দায়িত্ব অনুব্রতর! বার্তা বিরোধীদের][আরও পড়ুন: প্রার্থী থাকলে নিয়ে আসুন, মনোনয়ন পেশের দায়িত্ব অনুব্রতর! বার্তা বিরোধীদের]

রাজ্যের পক্ষের অন্যতম আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপির পিটিশনই খারিজ হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিজেপি দল হিসেবে এই আবেদন করতে পারে না। এই আবেদন ব্যক্তিগতভাবে করতে হবে। আবেদনের প্রক্রিয়ার নিয়মেই বাধাপ্রাপ্ত হয় বিজেপির আর্জি। এরপর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় তাঁরা চায় না রাজ্যের পঞ্চায়েত ভোটে হস্তক্ষেপ করতে।

কল্যাণবাবু জানান, প্রতিটি দাবিতেই ধাক্কা খেয়েছে বিজেপি। পঞ্চায়েত ভোটের তারিখ পিছনো থেকে শুরু করে, কেন্দ্রীয় বাহিনীর দাবিও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। এমনকী অনলাইনে মনোনয়নের আর্জিও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাঁর কথায়, বিজেপি যা যা আবেদন করেছে, সবই খারিজ হয়ে গিয়েছে এদিন। বিজেপি এই আইনি যুদ্ধে বিগ জিরো পেয়েছে। রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রেই ওভার বাউন্ডারি হাঁকিয়ে বাজিমাত করে দিয়েছে।

[আরও পড়ুন: মশারি খাঁটানো আছে, আর মশা ঢুকবে না! বিজেপিকে কী বার্তা দিতে চাইলেন অনুব্রত][আরও পড়ুন: মশারি খাঁটানো আছে, আর মশা ঢুকবে না! বিজেপিকে কী বার্তা দিতে চাইলেন অনুব্রত]

English summary
TMC MP and Lawyer Kalyan Banerjee says TMC scores over boundary but BJP gets big zero. Supreme Court rejects the appeals of BJP regarding Panchayat Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X