For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা প্রধানমন্ত্রী হলে কে হবেন মুখ্যমন্ত্রী! ‘সমাধান’ করে দিলেন খোদ তৃণমূল সাংসদই

মমতা বন্দ্যোপাধ্যায়ই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। কারণ দেশের জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন সেখানে নয়, মমতা প্রধানমন্ত্রী হলে কে হবেন মুখ্যমন্ত্রী, সেটাই প্রশ্ন।

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এ মোদী ফিনিশ হলে প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে তর্ক চলছে দেশজুড়েই। তবে তা নিয়ে যত তর্কই থাক, তৃণমূল কংগ্রেস সাংসদ কিন্তু মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। কারণ দেশের জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন সেখানে নয়, মমতা প্রধানমন্ত্রী হলে কে হবেন মুখ্যমন্ত্রী, সেটাই প্রশ্ন।

মমতা প্রধানমন্ত্রী হলে কে হবেন মুখ্যমন্ত্রী! ‘সমাধান’ করে দিলেন খোদ তৃণমূল সাংসদই

বুধবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে অবশ্যে সেই প্রশ্নের সহজ সমাধান করে দিলেন তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি। মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান এদিন সাফ জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে, মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী লোকসভা নির্বাচনের পর দেশ ও রাজ্যে এই পরিবর্তন অবশ্যম্ভাবী বলে তাঁর মত।

[আরও পড়ুন: সংরক্ষণের গেরোয় 'বাদ' পুরপ্রধানরা! এবার ভোটে বিপাকে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস][আরও পড়ুন: সংরক্ষণের গেরোয় 'বাদ' পুরপ্রধানরা! এবার ভোটে বিপাকে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস]

তিনি বলেন, শুধু মাইনোরিটি ফোরাম নয়, তৃণমূল কংগ্রেস কর্মীরাও চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হন মুখ্যমন্ত্রী। দলে অনেক সিনিয়র লিডার থাকলেও আমরা তাঁদের বিরুদ্ধে নই, কিন্তু আমরা সকলেই চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হন সেক্ষেত্রে। ইদ্রিশ আলি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলে মুখ্যমন্ত্রীর চেয়ার ফাঁকা পড়ে থাকবে না। সেই আসনে বসবেন অভিষেক। দেশের চাবিকাঠি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, রাজ্য চালাবেন তাঁর যোগ্য উত্তরসূরি।

[আরও পড়ুন:পাকিস্তান থেকে অস্ত্র আনছে সিপিএম! আমডাঙা-কাণ্ডে লড়াইকে 'স্বাগত' জ্যোতিপ্রিয়র][আরও পড়ুন:পাকিস্তান থেকে অস্ত্র আনছে সিপিএম! আমডাঙা-কাণ্ডে লড়াইকে 'স্বাগত' জ্যোতিপ্রিয়র]

এদিন ইদ্রিশ এই প্রসঙ্গ উত্থাপন করে পরিষ্কার করে দেন, তাঁরা কোনও সিনিয়র নেতার বিরুদ্ধে নন, কিন্তু তাঁরা চান অভিষেক এই দায়িত্বভার নিন। মাইনোরিটি ফোরামের যেমন এই ইচ্ছা, একইরকম ইচ্ছা রাজ্যের লক্ষ লক্ষ তৃণমূল নেতা-কর্মীরও। আমার বিশ্বাস, সেই দিন সমাগত প্রায়।

[আরও পড়ুন:অধীরের গড়ে টিকি পাওয়া যাচ্ছে না কংগ্রেসের, মমতার পাশাপাশি উড়ছে বিজেপির নিশান][আরও পড়ুন:অধীরের গড়ে টিকি পাওয়া যাচ্ছে না কংগ্রেসের, মমতার পাশাপাশি উড়ছে বিজেপির নিশান]

English summary
TMC MP Idrish Ali says if Mamata Banerjee is PM, Abhishek will be CM. He solves this question in few minutes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X