For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূল বিধায়ক! চড়ছে জল্পনার পারদ

তবে কি ৩ এপ্রিল দল বদলাচ্ছেন সব্যসাচী? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে নিচ্ছেন গেরুয়া পতাকা? লোকসভা ভোটের প্রাক্কালে ফের তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Google Oneindia Bengali News

তবে কি ৩ এপ্রিল দল বদলাচ্ছেন সব্যসাচী? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে নিচ্ছেন গেরুয়া পতাকা? লোকসভা ভোটের প্রাক্কালে ফের তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বারবার দলীয় কর্মসূচিতে তাঁর অনুপস্থিতি আর মাঝমধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা বেড়েই চলেছে। যদিও মুকুল রায় সম্প্রতি বলেন, সব্যসাচী তৃণমূলেই আছেন, উন্নয়নের সঙ্গে আছেন।

জল্পনার পারদ চড়ছে ভোটের আগে

জল্পনার পারদ চড়ছে ভোটের আগে

সব্যসাচীকে নিয়ে নানাবিধ কারণে জল্পনার পারদ চড়ছে ভোটের আগে। প্রথমত তাঁকে দেখা যাচ্ছে না তৃণমূলের কোনও প্রচারসভায়। না জনসভা, না কর্মিসভা, কোথাও দেখা নেই বিধাননগরের মেয়র সব্যসাচীর। এরই মাঝখানে হোলির উৎসবে তিনি গেরুয়া পার্টির স্লোগান দিয়েছেন, তাতেও পারদ ঊর্ধ্বমুখী হয়েছে।

মোদীর সভায় যোগদান সব্যসাচীর

মোদীর সভায় যোগদান সব্যসাচীর

এবার মোদীর সভা সামনেই। রাজ্যের নির্বাচনী জনসভা করতে আসছেন মোদী। সভা করবেন ব্রিগেডে। রাজনৈতিক মহলের জল্পনা, সেই ব্রিগেড সভা আলোকিত করতে পারেন সব্যসাচী। গেরুয়া শিবির চমক দিতে চাইছে লোকসভা ভোটের আগে। আর সব্যসাচীও কোণঠাসা হয়ে অক্সিজেন খুঁজছেন। খোলা বাতাস চাইছেন।

‘গুরু’ মুকুল রায়ের আগমনে জল্পনা শুরু

‘গুরু’ মুকুল রায়ের আগমনে জল্পনা শুরু

বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বাড়িতে ‘গুরু' মুকুল রায়ের হঠাৎ আগমন আর লুচি-আলুর দম খাওয়াতেই বিপত্তির শুরু। যদিও মুকুল থেকে সব্যসাচী বারবার বলা সত্ত্বেও কেউ বিশ্বাস করেনি, তাঁর তৃণমূলের ছিলাম-আছি-থাকবর তত্ত্ব। তারপর বারেবারে নানা কথায় বিতর্ক দানা বেঁধেছে। আর ততই জল্পনার পারদ চড়েছে।

বিজেপির স্লোগান তৃণমূলীর মুখে

বিজেপির স্লোগান তৃণমূলীর মুখে

দোলের দিনে সব্যসাচী স্লোগান তুলেছিলেন- ভারত মাতা কি জয়। এই স্লোগান সাধারণ দিয়ে থাকেন বিজেপি নেতারা। তৃণমূল বা কংগ্রেস সাধারণ বন্দেমাতরম বলে থাকেন। কিন্তু তাঁর মুখে হঠাউ বিজেপির স্লোগান শুনে অনেকেই হকচকিয়ে গিয়েছিলেন। তাহলে কি সত্যিই গেরুয়া শিবিরে চললেন সব্যসাচী!

সব্যসাচী তৃণমূলেই, উন্নয়নের সঙ্গে

সব্যসাচী তৃণমূলেই, উন্নয়নের সঙ্গে

এরপর অতি সম্প্রতি মুকুল রায় বলেন, সব্যসাচী তৃণমূলেই আছে। ও উন্নয়নের সঙ্গে আছে। তাঁর এই কথায় অন্য গন্ধ পায় রাজনৈতিক মহল। তারপর রবিবার সব্যসাচীর ওয়ার্ডেই তৃণমূলের অনুষ্ঠান হয়। সেখানেও গরহাজির ছিলেন তিনি। তারপরই জল্পনা বাড়তে থাকে।

তবু তৃণমূলেই, বয়ান সব্যসাচীর

তবু তৃণমূলেই, বয়ান সব্যসাচীর

এখন আলোচনা সব্যসাচী যদি বিজেপিতে যোগ দেন, তাহলে বারাসতে তো প্রার্থী হতে পারবেন না, কারণ ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। সব্যসাচী অবশ্য আবারও অস্বীকার করেছেন তাঁর বিজেপিতে যাওয়ার বিষয়টি। ফলাও করে বলেছেন তিনি তৃণমূলেই আছেন, তৃণমূলেই থাকবেন।

English summary
TMC MLA Sabyasachi Dutta can join BJP in Narendra Modi’s Brigade. BJP can give amazement before Lok Sabha Election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X