For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রান্না পুজোয় 'অনুদানে'র ডালি সাজিয়ে ৪০০ পরিবারের পাশে তৃণমূল বিধায়ক

রান্না পুজো উপলক্ষে প্রায় ৪০০ পরিবারকে পুজোর সরঞ্জাম এবং ৫০০ টাকা করে দেওয়া হল রানাভূতিয়া ১ নং ফিস প্রোডাকশনসের তরফ থেকে।

  • |
Google Oneindia Bengali News

রান্না পুজো উপলক্ষে প্রায় ৪০০ পরিবারকে পুজোর সরঞ্জাম এবং ৫০০ টাকা করে দেওয়া হল রানাভূতিয়া ১ নং ফিস প্রোডাকশনসের তরফ থেকে।

রান্না পুজোয় অনুদানের ডালি সাজিয়ে ৪০০ পরিবারের পাশে তৃণমূল বিধায়ক

তবে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসি বেগম। রবিবার সোনারপুরের খেয়াদা দুই অঞ্চলে অনুষ্ঠানটি হয়।

বাজার লাগাম ছাড়া। রান্না পুজোয় কী ভাবে অংশ নেবেন সেই প্রশ্ন উঠছিল এলাকার মৎস্যজীবী এবং নিম্নবিত্ত পরিবারগুলির মধ্যে। সেই সময় এগিয়ে আসেন স্থানীয় বিধায়ক। রানাভূতিয়া ১ নং ফিস প্রোডাকশনসের তরফ থেকে সবজি, চাল, ডাল, তেল এবং মাছ তুলে দেওয়া হয় প্রায় ৪০০ পরিবারের হাতে। মাছের মধ্যে কাতলা মাছ থেকে চিংড়ি মাছ, সবই ছিল।

রান্না পুজোয় অনুদানের ডালি সাজিয়ে ৪০০ পরিবারের পাশে তৃণমূল বিধায়ক

অনুষ্ঠানে সোনারপুরের বিডিও সৈকত মাঝি ছাড়াও ছিলেন, সোনারপুরের পুরপ্রধান পারিষদ নজরুল আলি মণ্ডল।

English summary
TMC MLA Firdousi Begam helps lower income group of Sonarpur on the eve of Ranna Puja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X