For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৮-এর মঞ্চে 'ধাক্কাধাক্কি'! শাসক বিধায়কের পকেট ফাঁকা, রাজনৈতিক মহলে কটাক্ষ

টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই বিধায়কের পকেট থেকে মানিব্যাগ চুরি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে উত্তরবঙ্গের শাসকদলের বিধায়ক এফআইআর দায়ের করেছেন বলে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর।

  • |
Google Oneindia Bengali News

টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই বিধায়কের পকেট থেকে মানিব্যাগ চুরি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে উত্তরবঙ্গের শাসকদলের বিধায়ক এফআইআর দায়ের করেছেন বলে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর।

 ২৮-এর মঞ্চে ধাক্কাধাক্কি! শাসক বিধায়কের পকেট ফাঁকা, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

২৮ অগাস্ট ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তৃণমূলের তরফে অন্যতম বড় সমাবেশ করা হয়েছিল মেয়ো রোডে গান্ধীর মূর্তির পাদদেশে। সেখানে হাজির ছিলেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, দলের অধিকাংশ বিধায়ক থেকে সাংসদ। বলা যেতে পারে হাজির ছিলেন রাজ্যের তৃণমূলের জন প্রতিনিধিদের একটা বড় অংশ।

সভা মঞ্চে থাকার সুযোগ হয়েছিল জলপাইগুড়ির ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীর। আরএসপির প্রাক্তন এই জনপ্রতিনিধি রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন নিগমের চেয়ারম্যানও বটে। সূত্রের খবর অনুযায়ী এফআইআর-এ তাঁর অভিযোগ, মঞ্চ থেকেই খোয়া গিয়েছে ম্যানিব্যাগ।

২৮-এর ঘটনার বর্ণনা নিজেই দিয়েছেন অনন্তদেব অধিকারী। তিনি জানিয়েছেন, ভাষণ শেষে মঞ্চ থেকে নেমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি-সহ অন্য দুএকজন নামার চেষ্টা করেও প্রথমে নামতে পারেননি হুড়োহুড়ির জন্য। এরই মধ্যে মঞ্চের ওপরেই তিনি পড়ে যান। দীর্ঘক্ষণ মঞ্চে মৃদু ধাক্কাধাক্কি হয় বলে জানিয়েছেন তিনি।

অবস্থার সামাল দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে, তিনি জামার পকেটে হাত দিয়ে দেখেন, ম্যানিব্যাগটি নেই। টাকা এটিএম কার্ড-সহ জরুরি কাগজপত্র ম্যানিব্যাগে ছিল।

ফেরার সময় পকেটে টাকা না থাকায় বিপাকে পড়তে পড়ে বেঁচে যান ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক। ট্রেনে যিনি খাবার সরবরাহ করেন, তিনি অনন্তদেব অধিকারীর পূর্ব পরিচিত। ফলে টাকা না দিয়েও রাতের খাবার পেতে অসুবিধা হয়নি তাঁর।

দলীয় অনুষ্ঠানের মঞ্চে শাসকদলের বিধায়কের পকেট থেকে ম্যানিব্যাগ চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই বিরোধীরা অবশ্য কটাক্ষ করতে ছাড়ছেন না।

English summary
TMC MLA Atanta Deb Adhikari alleged his wallet was stolen from his pocket on the stage of party programme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X