For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামপুরহাট ইস্যুতে উত্তাল বিধানসভা! শুভেন্দুর ঘুষিতে নাক ফাটল অসিতের, বিজেপির পাল্টা অভিযোগ করল তৃণমূল

বিধানসভায় দুপক্ষের বিধায়কদের মারামারি। বিজেপি (bjp)র অভিযোগের পাল্টা এবার তৃণমূলের (trinamool congress) বিধায়কদের (mla)। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (asit mazumdar) অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকা

  • |
Google Oneindia Bengali News

বিধানসভায় দুপক্ষের বিধায়কদের মারামারি। বিজেপি (bjp)র অভিযোগের পাল্টা এবার তৃণমূলের (trinamool congress) বিধায়কদের (mla)। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (asit mazumdar) অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari) তাঁর মুখে ঘুষি মেরেছেন। যার জেরে তিনি রক্তাক্ত। এরপরেই অসিত মজুমদারকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় শুভেন্দু অধিকারী মনোজ টিগ্গা-সহ বিজেপির ৫ বিধায়ককে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

 রামপুরহাট নিয়ে বিধানসভায় তুলকালাম

রামপুরহাট নিয়ে বিধানসভায় তুলকালাম

বাজেট অধিবেশনের শেষ দিনে রামপুরহাট নিয়ে বিধানসভায় তুলকালাম। রামপুরহাট এবং বসিরহাটে শিশুর নির্যাতনের ঘটনা নিয়ে আলোচনার দাবি জানান বিরোধী দলনেতা। সেই সময় অধ্যক্ষ বলেন, সভা বয়কট করে এইভাবে আলোচনার দাবি করা যায় না। এই সময় বিজেপি বিধায়করা ওয়েলের দিকে ছুটে যান। অধ্যক্ষকে ঘিরে থাকা সাদা পোশাকের পুলিশকর্মীরা বিজেপি বিধায়কদের বাধা দেন। সেই পরিস্থিতিতে উঠে আসেন তৃণমূলের বেশ কয়েকজন বিধায়কও। হাতাহাতি, ঘুষি চলে সেই সময়।

শুভেন্দু ঘুষি মেরেছেন

শুভেন্দু ঘুষি মেরেছেন

এদিন রক্তাক্ত অবস্থায় বিধানসভা থেকে বেরনোর সময় চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার অভিযোগ করেন, তাঁকে ঘুষি মেরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অসিত মজুমদার বলেন বিজেপি বিধায়করা মারছিল, সেই সময় তিনি ঠেকাতে গিয়েছিলেন, মহিলা বিধায়কদের গায়ে হাত না দিতেও অনুরোধ করেন তিনি। তাঁর আরও অভিযোগ শুভেন্দু অধিকারী নিজে ঘুষি মেরেছে। সেই ঘুষিতে তাঁর চশমাও ভেঙেছে বলে অভিযোগ করেন তিনি।

বিধানসভায় অসভ্যতা করছে

বিধানসভায় অসভ্যতা করছে

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, রোজ এরা বিধানসভায় অসভ্যতা করছে। তিনি বলেন, বিধানসভা বক্তব্য রাখার জায়গায়, ভাঙাভাঙি করার জায়গা নয়। বিজেপি বিধায়করা প্রতিদিন অধ্যক্ষের সামনে গিয়ে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ করেন তিনি। বিধানসভার মধ্যে থাকা আলো ভেঙে দেওয়ার পাশাপাশি মার্শালদের মারা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তৃণমূল বিধায়করা একযোগে অভিযোগ করেন শুভেন্দু অধিকারীর নির্দেশেই বিধানসভার মধ্যে গণ্ডগোল করা হচ্ছে।

 ৫ বিধায়ক সাসপেন্ড, তৃণমূল বিধায়ক ভর্তি এসএসকেএম-এ

৫ বিধায়ক সাসপেন্ড, তৃণমূল বিধায়ক ভর্তি এসএসকেএম-এ

এদিন এই ঘটনার পরেই বিরোধী দলনেতা-সহ ৫ বিধায়ক শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, নরহরি মাহাত এবং দীপক বর্মনকে সাসপেন্ড করেন অধ্যক্ষ। অন্যদিকে নাকে আঘাত লাগা তৃণমূল বিধায়ককে এসএসকেএম-এর জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে, সেখানে তাঁকে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অসিত মজুমদারে নাকের হাড় ভেঙেছে। এই পরিস্থিতিতে বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল করতে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।

রামপুরহাট কাণ্ড নিয়ে বিধানসভা রক্তাক্ত! স্পিকারের সামনেই 'আক্রান্ত' বিজেপি বিধায়করা, বিস্ফোরক শুভেন্দুরামপুরহাট কাণ্ড নিয়ে বিধানসভা রক্তাক্ত! স্পিকারের সামনেই 'আক্রান্ত' বিজেপি বিধায়করা, বিস্ফোরক শুভেন্দু

Recommended Video

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মারধরের অভিযোগ অসিত মজুমদারের

English summary
TMC MLA Asit Mazumdar claims Suvendu Adhikari targets him in assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X