For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারদ-তদন্তে স্ক্যানারে শুভেন্দু, পুজোর আগেই জেরা-পর্ব শেষ সিবিআইয়ের

শুভেন্দু অধিকারী নির্দিষ্ট দিনে সিবিআই দফতরে আসেননি। এদিন হঠাৎ করেই তিনি নিজাম প্যালেসে হাজির হন। মুখোমুখি হন সিবিআইয়ের।

  • |
Google Oneindia Bengali News

ইডি-র পর নারদকাণ্ডে সিবিআই দফতরে হাজিরা দিলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার নিজাম প্যালেসে নির্দিষ্ট সময়ের আগেই হাজির হয়ে সিবিআই আধিকারিকদের মুখোমুখি হন রাজ্যের পরিবহণমন্ত্রী। ইডি দফতরে প্রায় তিন ঘণ্টা জেরায় তিনি স্বীকার করেন টাকা নেওয়ার কথা। এবার সিবিআই আধিকারিকদের প্রশ্নবাণে তিনি কী উত্তর দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

গত ১৮ সেপ্টেম্বর সিবিআই তলব করেছিল শুভেন্দু আধিকারিক ও ফিরহাদ হাকিমকে। ফিরহাদ হাকিম নির্দিষ্ট দিনে সিবিআই দফতরে হাজিরা দিলেও, শুভেন্দু অধিকারী সিবিআই দফতরে আসেননি। এদিন হঠাৎ করেই তিনি নিজাম প্যালেসে হাজির হন।

সিবিআই স্ক্যানারে শুভেন্দু,

সিবিআই সূত্রে জানা গিয়েছে, পুজোর পরই নারদ রিপোর্ট হাইকোর্টে পেশ করবেন সিবিআই আধিকারিকরা। সে কারণেই পুজোর আগেই জেরা-পর্ব শেষ করে ফেলতে চেয়েছিলেন তাঁরা। সেইমতো অভিযুক্ত ১২ তৃণমূল নেতাকেই জেরা করা হয়ে গিয়েছে। জেরা করা হয়ে গিয়েছে অভিযুক্ত পুলিশকর্তা এসএমএইচ মির্জাকেও।

শুভেন্দু এদিন সিবিআই দফতরে হাজির হওয়ায়, ১৩ জনকেই জেরা করা হয়ে গেল সিবিআই-এরষ এবার রিপোর্ট তৈরি করার পালা। তারপর পুজো কাটলেই তা পেশ করা হবে হাইকোর্টে। হাইকোর্ট সেই রিপোর্ট দেখে যে মতো নির্দেশ দেবে, সেইভাবেই চলবে সিবিআই। উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশেই সিবিআই নারদ মামলায় তদন্ত শুরু করে।

এদিকে ইডি দফতরে শুভেন্দু যা বলেছিলেন, সিবিআই-এর প্রশ্নবাণের মুখেও সেই একই কথারই প্রতিধ্বনি করবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। তিনি ইডি আধিকারিকদের জানিয়েছিলেন, নারদকর্তার কাছ থেকে তিনি অনুদান নিয়েছিলেন এবং সেই অনুদানের টাকা দলের কাজে লাগানো হয়েছিল। সেই সম্পর্কিত নথিও তিনি পেশ করেন।

English summary
TMC Minister Shuvendu Adhikari appears at CBI Office in Narad case. CBI official questions him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X