For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিয়ন্ত্রণ ছিল না উপদেষ্টা কমিটির ওপরে! এসএসসির মামলায় আদালতের কাছে রক্ষা কবচের আবেদন পার্থর

জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল (trinamool congress) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (partha chatterjee) ফের তলব করল সিবিআই (cbi)। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় এদিন কলকাতা হাইকোর্টের (cal

Google Oneindia Bengali News

জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল (trinamool congress) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (partha chatterjee) ফের তলব করল সিবিআই (cbi)। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় এদিন কলকাতা হাইকোর্টের (calcutta hc) কাছে এসএসসি মামলায় রক্ষা কবচের জন্য আবেদন করেছে। অন্যদিকে সূত্রের খবর অনুযায়ী, তিনি সিবিআইকে বলেছেন, তিনি উপদেষ্টা কমিটি গঠন করলেন, কাজের চাপে কোনও নিয়ন্ত্রণ ওই কমিটির ওপরে তাঁর ছিল না।

এসএসসির মামলায় রক্ষা কবচের আবেদন

এসএসসির মামলায় রক্ষা কবচের আবেদন

এসএসসি মামলায় রক্ষাকবচ দিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই মামলায় প্রয়োজনে হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে। রায়ে এমনটাই উল্লেখ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের তরফে এদিন আদালতে রায়ের এই অংশকে বাদ দিতে অনুরোধ জানানো হয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর রায়ে উল্লেখ করেছিলেন, এই মামলায় তদন্তের স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। তবে এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তদন্তকারী সংস্থা সিবিআই। একইসঙ্গে রক্ষাকবচের আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার রায়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে পদাধিকারী মন্ত্রীদের তদন্তের স্বার্থে সরিয়ে দেওয়ার সুপারিশ করেছিলেন।

নিয়ন্ত্রণ ছিল না উপদেষ্টা কমিটির ওপরে

নিয়ন্ত্রণ ছিল না উপদেষ্টা কমিটির ওপরে

এসএসসির নিয়োগ সংক্রান্ত বিষয় দেখভালের জন্য উপদেষ্টা কমিটি তৈরি করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ৫ সদস্যের উপদেষ্টা মণ্ডলীতের শীর্ষে ছিলেন শান্তিপ্রসাদ সিনহা। সূত্রের খবর অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায় সিবিআই আধিকারিকদের জানিয়েছেন, কাজের চাপ থাকায় তাঁর কোনও নিয়ন্ত্রণ ছিল না উপদেষ্টা কমিটির ওপরে। এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের এই বয়ানের পরে উপদেষ্টা কমিটির পাঁচজনকে এব্যাপারে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। তাহলে উপদেষ্টা কমিটিকে নিয়ন্ত্রণ করতে কে, সেই প্রশ্নও উঠছে। ঠিক কার নির্দেশে এসএসসির নিয়োগে দুর্নীতি হয়েছিল, তার উৎস খোঁজার চেষ্টা করছে সিবিআই।

পার্থ চট্টোপাধ্যায়কে দ্বিতীয়বার তলব

পার্থ চট্টোপাধ্যায়কে দ্বিতীয়বার তলব

এদিকে এসএসসির নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে। আগামী সপ্তাহে তাঁকে সিবিআই-এর নিজাম প্যালেসের দফতরে যেতে বলা হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য ওবং পারিপার্শ্বিক কিছু তথ্যে অসঙ্গতি পাওয়া গিয়েছে।

সব কিছু নিয়ম মেনে হয়েছে, বলেছিলেন পার্থ

সব কিছু নিয়ম মেনে হয়েছে, বলেছিলেন পার্থ

সিবিআই সূত্রে খবর, নিয়োগে আর্থিক লেনদেন সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময় পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, যা হয়েছে সব কিছু নিয়ম মেনে হয়েছে। বেশ কিছু প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, ঠিক বলতে পারছেন না। আর কিছু প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন , বিষয়টি তাঁর মনে নেই।

Weather Update: হবে না তাপমাত্রার পরিবর্তন, ৪ জেলায় ভারী বৃষ্টি, ১৫ জেলায় ঝড়! একনজরে বাংলার আবহাওয়াWeather Update: হবে না তাপমাত্রার পরিবর্তন, ৪ জেলায় ভারী বৃষ্টি, ১৫ জেলায় ঝড়! একনজরে বাংলার আবহাওয়া

English summary
TMC minister Partha Chatterjee has applied to the Calcutta HC for protection in the SSC case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X