For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পার্ক সার্কাসে রাহুল গান্ধীর জনসভার অনুমতি দিল না কলকাতা পুরসভা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

রাহুল
কলকাতা, ৫ মে: রাহুল গান্ধীর জনসভার অনুমতি দিল না কলকাতা পুরসভা। সোমবার মৌখিকভাবে বিষয়টি জানিয়ে দেওয়া হল কংগ্রেস নেতাদের। এর জেরে সরব রাজ্য রাজনীতি। সোমেন মিত্র, নির্বেদ রায় প্রমুখ কংগ্রেস নেতা একে 'প্রতিহিংসার রাজনীতি' বলে বর্ণনা করেছেন।

আগামী ৮ মে পার্ক সার্কাস ময়দানে রাহুল গান্ধী একটি জনসভা করবেন বলে ঠিক ছিল। কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ কেন্দ্রের দুই কংগ্রেস প্রার্থী যথাক্রমে সোমেন মিত্র ও মালা রায়ের সমর্থনে এই সভা হওয়ার কথা ছিল। ১২ মে কলকাতার এই দু'টি আসনে ভোট থাকায় ৮ তারিখ রাহুল গান্ধীকে আনতে মরিয়া ছিল প্রদেশ কংগ্রেস। সেই মতো প্রস্তুতিও চলছিল। অথচ সোমবার হঠাৎ কলকাতা পুরসভা জানিয়ে দেয়, নিরাপত্তাজনিত কারণে তারা অনুমতি দিচ্ছে না।

এর ফলে কংগ্রেসের তোপের মুখে পড়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরসভা। সোমেন মিত্র বলেন, "একটি সর্বভারতীয় রাজনীতিক দলের এত বড় মাপের একজন নেতার সঙ্গে যে ব্যবহার করল কলকাতা পুরসভা, তা নিন্দনীয়। নিরাপত্তার কারণ অজুহাত মাত্র। কারণ নিরাপত্তার দিকটি দেখবে পুলিশ আর এসপিজি কমান্ডোরা, পুরসভা নয়। প্রতিহিংসার রাজনীতি যে এতটা নীচু স্তরে নামতে পারে, আগে কখনও দেখিনি। আমি বলছি, পুরসভা যেটা মৌখিকভাবে বলছে, সেটা লিখিত দিক। তার পর আমরা যা আইনগত ব্যবস্থা নেওয়ার, সেটা নেব।"

আর এক কংগ্রেস নেতা নির্বেদ রায় বলেন, "নরেন্দ্র মোদী জনসভা করতে এলে আপত্তি নেই। আর রাহুল গান্ধীর বেলায় শুধু অজুহাত। এ থেকে বোঝা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি-র তলায় তলায় আঁতাঁত হয়েছে। কলকাতা পুরসভার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পতের কাছে অভিযোগ জানাব। আসলে নানা ইস্যুতে ওদের এখন খারাপ অবস্থা। তাই প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস।" পুরসভার এই সিদ্ধান্ত সমালোচিত হয়েছে বিভিন্ন মহলে।

English summary
TMC-led Kolkata Municipal Corporation denies permission for Rahul Gandhi's rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X