For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল নেতারাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন বিজেপি নেতাদের সঙ্গে, ফাঁস করলেন সায়ন্তন বসু

রাজ্যের মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল ফোনে আড়িপাতা নিয়ে এবং হোয়াটসঅ্যাপে নজরদারি নিয়ে। অভিযোগ ছিল, তাঁর ফোনে আড়ি পাতা হচ্ছে। যার জবাব দিয়েছেন রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল ফোনে আড়িপাতা নিয়ে এবং হোয়াটসঅ্যাপে নজরদারি নিয়ে। অভিযোগ ছিল, তাঁর ফোনে আড়ি পাতা হচ্ছে। যার জবাব দিয়েছেন রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বলেছেন, রাজ্যের তৃণমূল নেতারা হোয়াটসঅ্যাপেই যোগাযোগ রাখেন বিজেপি নেতাদের সঙ্গে।

কথোপকথন হোয়াটসঅ্যাপেই

কথোপকথন হোয়াটসঅ্যাপেই

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সায়ন্তন বসু বলেছেন, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার মন্ত্রী এমন কী পারিষদরা এবং আইএএস, আইপিএস অফিসাররা বিজেপি নেতাদের সঙ্গে হোয়াটসঅ্যাপেই কথা বলেন। সায়ন্তন বসু যার কারণ হিসেবে বলেছেন, সাধারণ ফোনে আড়িপাতার ভয়। সায়ন্তন বসুর দাবি, জেলার এসপি, ডিএমরা পর্যন্ত হোয়াটসঅ্যাপে কথা বলেন। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে সায়ন্তন বলেছেন, মুখ্যমন্ত্রী চাইলে, মন্ত্রী, আমলারা যাঁরা তাঁর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেছেন, তাঁদের নাম ও কথোপকথন পাঠিয়ে দেবেন তিনি।

 রাজ্যেই বিজেপি নেতাদের ফোন ট্যাপের অভিযোগ

রাজ্যেই বিজেপি নেতাদের ফোন ট্যাপের অভিযোগ

সায়ন্তন বসু অভিযোগ করেছেন, রাজ্যে বিজেপি নেতাদের ফোন ট্যাপ করা হচ্ছে প্রতি মুহুর্তে। বিজেপিরা রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ফোন ছাড়াও তাঁর ফোনেও আড়িপাতা হয়েছে, অভিযোগ করেছেন সায়ন্তন বসু। সেই সংক্রান্ত তথ্যপ্রমাণ তার কাছে আছে, দাবি করেছেন সায়ন্তন বসু।

 মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে রাজ্য

মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে রাজ্য

সায়ন্তন বসুর অভিযোগ, বিভিন্ন সময়ে বিভিন্ন অছিলায় কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে মূল্য সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

মমতাকে কটাক্ষ

মমতাকে কটাক্ষ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সায়ন্তন বসু বলেছেন, উনি কাউকেই বিশ্বাস করতে পারেন না। পশ্চিমবঙ্গের মানুষকেও তিনি বিশ্বাস করতে পারেন না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ

দিন দুয়েক আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেছিলেন তাঁর ফোন ট্যাপ করা হচ্ছে। সেই প্রমাণ তাঁর কাছে রয়েছে।

আরসিইপি-তে ভারতের যোগ না দেওয়ার সিদ্ধান্তে নৈতিক জয় দেখছে কংগ্রেসআরসিইপি-তে ভারতের যোগ না দেওয়ার সিদ্ধান্তে নৈতিক জয় দেখছে কংগ্রেস

English summary
TMC leaders make their connection with BJP leaders through Whatsapp, claims Sayantan Basu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X