For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের যোগ দিয়েই নেতা পেয়েছেন 'পুরস্কার'! অভিযোগ প্রমাণে বিচারবিভাগীয় তদন্তের দাবি রাহুলের

সদ্য তৃণমূলে যাওয়া পরেশ অধিকারীর মেয়ে অঙ্গিতা অধিকারীকে অনৈতিকভাবে এসএসসির রাষ্ট্রবিজ্ঞানের তালিকায় একেবারে প্রথমে রাখার অভিযোগ। ঘটনাটি নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা।

  • |
Google Oneindia Bengali News

সদ্য তৃণমূলে যাওয়া পরেশ অধিকারীর মেয়ে অঙ্গিতা অধিকারীকে অনৈতিকভাবে এসএসসির রাষ্ট্রবিজ্ঞানের তালিকায় একেবারে প্রথমে রাখার অভিযোগ। ঘটনাটি নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। টেট থেকে এসএসসি, এই সরকারের আমলে সর্বত্র দুর্নীতিতে ছেয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী।

তৃণমূলের যোগ দিয়েই নেতা পেয়েছেন পুরস্কার! অভিযোগ প্রমাণে বিচারবিভাগীয় তদন্তের দাবি রাহুলের

এসএসসি-র রাষ্ট্রবিজ্ঞানে তফশিলি জাতির ওয়েটিং লিস্টের তালিকা হঠাৎই বদল করার অভিযোগ ছাত্রছাত্রীদের। দিন দুয়েক আগে রাতারাতিই এই তালিকা বদলে দেওয়া হয়েছে। একনম্বরে স্থান দেওয়া হয়েছে জনৈক অঙ্কিতা অধিকারীকে। জানা গিয়েছে, উত্তরবঙ্গে সদ্য ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যাওয়া নেতা পরেশ অধিকারীর মেয়ে এই অঙ্কিতা অধিকারী। আর প্রথমে থাকা ববিতা বর্মণকে সরিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় স্থানে। অঙ্কিতা অধিকারীকে আচার্য সদনে কাউন্সেলিং-এর জন্য ডাকা হয়েছে ৩১ অগাস্ট।

[আরও পড়ুন: এনআরএস কাণ্ডের ছায়া উল্টোডাঙায়! হবু চিকিৎসকদের আচরণে প্রশ্ন][আরও পড়ুন: এনআরএস কাণ্ডের ছায়া উল্টোডাঙায়! হবু চিকিৎসকদের আচরণে প্রশ্ন]

অঙ্কিতা অধিকারীকে রাষ্ট্রবিজ্ঞানের ওয়েটিং লিস্টের একেবারে প্রথমে স্থান দেওয়া নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, ওয়েটিং লিস্টে প্রথম ২৩ জনের তালিকায় কোথাও আগে অঙ্কিতা অধিকারীর নাম ছিল না। আর কী ভাবেই বা প্রথমে থাকা ববিতা বর্মণকে সরিয়ে দেওয়া হল দ্বিতীয় স্থানে সেই প্রশ্নও তুলেছেন চাকরিপ্রার্থীরা।

[আরও পড়ুন: সদ্যোজাত শিশুপুত্রকে খুনের অভিযোগ! দক্ষিণ শহরতলিতে চাঞ্চল্য][আরও পড়ুন: সদ্যোজাত শিশুপুত্রকে খুনের অভিযোগ! দক্ষিণ শহরতলিতে চাঞ্চল্য]

যদি এই ধরনের ঘটনা ঘটেই থাকে তাহলে বিষয়টি চরম দুর্নীতির বলে মনে করছেন বিজেপি নেতা রাহুল সিনহা। ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন তিনি।
অন্যদিকে বাম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, অভিযোগ সঠিক হলে বলে হবে, কিছু পাওয়ার লক্ষ্যেই পরেশ অধিকারী তৃণমূলে গিয়েছেন। প্রথমত, মেয়ের চাকরি পাকা করবেন বলে। আর দ্বিতীয়ত, চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হবেন বলে। এসএসসি-র টেট থেকে নিয়োগপ্রক্রিয়া সর্বত্রই দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন সুজন চক্রবর্তী।
বিষয়টি তাঁর জানা নেই বলে জানিয়েছেন সদ্য ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দেওয়া পরেশ অধিকারী।

[আরও পড়ুন: নারায়ণগড়ে তৃণমূল পার্টি অফিসে প্রবল বিস্ফোরণ! মৃত ১, আশঙ্কজনক ২ কর্মী][আরও পড়ুন: নারায়ণগড়ে তৃণমূল পার্টি অফিসে প্রবল বিস্ফোরণ! মৃত ১, আশঙ্কজনক ২ কর্মী]

English summary
TMC leader's daughter's name allegedly included in SSC waiting list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X