For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সত্যিই ১৯ কোটি নিয়েছেন? সিবিআই অফিসের বাইরে কী দাবি করলেন অভিষেক ঘনিষ্ঠ কুন্তল

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে হুগলির তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের নাম জড়িয়েছে! নিয়োগের ১৯ কোটি টাকা তাঁর কাছে পৌঁছেছে বলে বিস্ফোরক দাবি করেছেন মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল। যদিও এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানিয়ে

  • |
Google Oneindia Bengali News

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে হুগলির তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের নাম জড়িয়েছে! নিয়োগের ১৯ কোটি টাকা তাঁর কাছে পৌঁছেছে বলে বিস্ফোরক দাবি করেছেন মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল। যদিও এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন কুন্তল। এমনকি টাকা নেওয়ার দাবিও সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি।

পালটা কুন্তলের দাবি, যদি আমি টাকা নিতাম তাহলে সিবিআই এত সহজে আমাকে ছেড়ে দিত? তবে তাপসের বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠাবেন বলেই জানিয়েছেন যুব নেতা।

 একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মানিক ঘনিষ্ঠ তাপসকে কয়েক দফাতে জেরা করে বেশ কিছু তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। আর এই বিষয়ে আরও বিস্তারিত জানতেই আজ বুধবার কুন্তলকে ডেকে পাঠান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সত্যিই কি ১৯ কোটি টাকা তাঁর কাছে পৌঁছেছে সেই বিষয়েও কুন্তলের কাছে তদন্তকারীরা জানতে চান বলে জানা যাচ্ছে। তবে এদিন কুন্তল একাধিক নথি কেন্দ্রীয় তদন্তকারীর কাছে জমা দেন বলে জানা যাচ্ছে।

সত্যিই কি ১৯ কোটি টাকা শিক্ষক নিয়োগে তিনি তুলেছেন?

সত্যিই কি ১৯ কোটি টাকা শিক্ষক নিয়োগে তিনি তুলেছেন?

এরপর বেরিয়ে আসা সংবাদমাধ্যম কুন্তলকে পুরো ছেকে ধরে! একের পর এক প্রশ্নবাণ ছুঁড়ে দেন তাঁরা। সত্যিই কি ১৯ কোটি টাকা শিক্ষক নিয়োগে তিনি তুলেছেন? তাও জানতে চান সংবাদমাধ্যমরা। যদিও কুন্তলের জবাব, আমার আইনের প্রতি ভরসা আছে। তবে টাকা নেওয়ার প্রসঙ্গে যুব নেতা বলছেন, আমি যদি সত্যিই টাকা নিতাম, আমাকে কি এত সহজে ওরা ছেড়ে দিত? শুধু তাই নয়, কুন্তলের মতে, নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। আর তা হচ্ছে আদালতের নির্দেশে। সবরকম ভাবেই তদন্তকারী সংস্থাকে সাহায্য করব বলে জানিয়েছেন কুন্তল। তবে তাপসকে তিনি চেনেন বলে জানিয়েছেন। তাঁর দাবি, আমি একটা বিএড কলেজ চালাই। উনি এই জগতের সঙ্গেই যুক্ত বলে জানিয়েছেন কুন্তল।

তৃণমূল যুবনেতাকে জেরা সিবিআইয়ের

তৃণমূল যুবনেতাকে জেরা সিবিআইয়ের

অন্যদিকে এদিন বেশ কিছুক্ষণ তৃণমূল যুবনেতাকে জেরা করে সিবিআই। এমনটাই খবর। একাধিক বিষয়ে তাঁকে জেরা করা হয়। তবে নতুন করে কুন্তলকে আর ডাকেনি বলেই জানা যাচ্ছে। তবে সিবিআই সূত্রে খবর, কুন্তলের বক্তব্য এবং জমা দেওয়া বেশ কিছু তথ্য মিলিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রয়োজনে ফের তাঁকে তলব করা হবে।

কীভাবে কুন্তলের নাম জড়াল

কীভাবে কুন্তলের নাম জড়াল

কিন্তু কীভাবে কুন্তলের নাম জড়াল এই শিক্ষক নিয়োগ তদন্তে? মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ইতিমধ্যে কয়েক দফাতে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি ইডির চার্জশিটেও নাম রয়েছে তাপসের। আর এর মধ্যেই গত কয়েকদিন মানিক ঘনিষ্ঠ এই ব্যক্তির দাবি, তৃণমূল কংগ্রেসের এক যুব নেতা চাকরি দেওয়ার জন্য ১৯ কোটি টাকা নিয়েছিলেন। হুগলি জেলার একাধিক চাকরি প্রার্থীকে চাকরি দেওয়ার জন্য ১৯কোটি ৪৪ লক্ষ টাকা তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের ওই যুব নেতা। সিবিআইকে নাকি তিনি সেই সব তথ্য ফাঁস করেছিলেন বলে দাবি করেছেন।

English summary
TMC leader Kuntal ghosh went to nizam palace as CBI summoned him for recruitment scam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X