For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাপস মণ্ডলের কাছে টাকার ব্রেক-আপ চাইল ইডি! কুন্তল ঘোষের 'বয়ানে' চাপ বাড়ছে পার্থ চট্টোপাধ্যায়ের

ইডির দাবি নিয়োগ দুর্নীতির তদন্তে প্রতিদিনই নতুন তথ্য সামনে আসছে। বুধবারের পরে এদিন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। অন্যদিকে কুন্তল ঘোষও জিজ্ঞাসাবাদে তথ্য দিচ্ছেন বলে সূত্রের খবর।

  • |
Google Oneindia Bengali News

নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ বারে বারে তাপস মণ্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করছেন। তারই প্রেক্ষিতে পরপর দুদিন এঁদের দুজনকে মুখোমুথি বসিয়ে জেরা করা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে বুধবার জেলার পরে এদিন ফের হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করছে ইডি।

 ব্রেক আপ দিতে হবে তাপস মণ্ডলকে

ব্রেক আপ দিতে হবে তাপস মণ্ডলকে

মঙ্গলবার ১৩ ঘন্টা জেলার পরে ফের বুধবার জেলা করা হয় নিয়োগ দুর্নীতিতে জেলে থাকা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে। দুদিনই তাঁকে বসানো হয়েছিল কুন্তল ঘোষের সামনে। তাপস মণ্ডল বলেছিলেন নিয়োগ দুর্নীতিতে অন্তত ১৯ কোটি নিয়েছেন কুন্তল ঘোষ। এই লেখা ১০০ কোটিরও হতে পারে। তবে এখনও পর্যন্ত ইডি এব্যাপারে ৩০ কোটির হিসাব জানতে চাইছে বলে সূত্রের খবর। এব্যাপারে কোন প্রার্থীর থেকে কত টাকা নেওয়া হয়েছে, তার ব্রেক আপ দিতে বলা হয়েছে তাপস মণ্ডলকে।

ইডির হাতিয়ার ডায়েরি

ইডির হাতিয়ার ডায়েরি

কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলে মুখোমুখি বসিয়ে জেরার সময় দুজন বিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে সূত্রের খবর। একজন অপরজনকে দেখিয়ে বলেন এর ওর কাছ থেকে টারা নিয়েছেন। তবে ইডির হাতে যাওয়া একাধিক ডায়েরি মুখোমুখি বসিয়ে জেরার সময় রাখা হয়েছিল। তার মধ্যে একটিতে নাকি ১৯ কোটির হিসেব দেওয়া রয়েছে। তারই প্রেক্ষিতে তাপস মণ্ডলের দাবি তিনি কুন্তল ঘোষকে ১৯ কোটি দিয়েছেন। এর সমর্থনকে তাপস মণ্ডল কুন্তল ঘোষের সই করা নথিও দিয়েছেন।

টাকা পার্থকেও

টাকা পার্থকেও

সূত্রের খবর অনুযায়ী, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ ইডির জেরায় নাকি বলেছেন, পার্থ চট্টোপাধ্যায়কেও তিনি টাকা দিয়েছেন। কীভাবে এবং কখন টাকা পৌঁছে দেওয়া হয়েছে, তাও নাকি তিনি জানিয়েছেন ইডিকে। কুন্তল ঘোষের দাবি, বেশ কয়েকবার রেস্তোরাঁয় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। তাঁর আরও দাবি, গোপাল দলপতি সব জানে। প্রসঙ্গত গোপাল দলপতি এই মুহূর্তে তিহার জেলে বন্দি। ইডির অনুমান, রেস্তোরাঁয় বৈঠকের সময়েই টাকার লেনদেন হয়ে থাকতে পারে। যদিও পার্থ চট্টোপাধ্যায় যখনও মিডিয়ার সঙ্গে কথা বলেছেন, নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।

 তদন্ত হলে ফাঁস হবে

তদন্ত হলে ফাঁস হবে

সব থেকে বড় চক্রান্ত, তদন্ত হলে ফাঁস হবে। বারে বারে এই কথাই বলছেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তিনি বলেছেন, তদন্ত হলে সব বেরিয়ে আসছে। আসল যাঁরা যুক্ত সবাই ধরা পড়বে। কে দোষী আর কে নির্দোষ তা সেই সময়েই জানা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। যদিও সংবাদ মাধ্যমের সামনে কুন্তল ঘোষ দাবি করেছিলেন, তাঁর কাছে তাপস মণ্ডল ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন। এখনও তিনি সেই বক্তব্যে অনড় রয়েছেন বলে জানা গিয়েছে।

Republic Day 2023: প্রজাতন্ত্র দিবসে কাশ্মীরের লালচকে উড়ল তেরঙ্গা, আটারি সীমান্তে পতাকা উত্তোলন BSF-রRepublic Day 2023: প্রজাতন্ত্র দিবসে কাশ্মীরের লালচকে উড়ল তেরঙ্গা, আটারি সীমান্তে পতাকা উত্তোলন BSF-র

English summary
TMC leader Kuntal Ghosh Named Partha Chatterjee in recruitment corruption before ED.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X