For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগেরবাজারে রহস্যজনক খাম! 'গদ্দার' ও এক সিপিএম নেতার যোগসাজস, অভিযোগ জ্যোতিপ্রিয়র

নাগেরবাজার কাণ্ডে মুকুল রায়ের গাড়ির তলায় একটি খাম পাওয়া গিয়েছে। সেই খামে সিপিএম ও বিজেপির টাকার লেনদেনের হিসেব পাওয়াগিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নাগেরবাজার কাণ্ডে মুকুল রায়ের গাড়ির তলায় একটি খাম পাওয়া গিয়েছে। সেই খামে সিপিএম ও বিজেপির টাকার লেনদেনের হিসেব পাওয়া গিয়েছে। এমনটাই দাবি করেছেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। খামের ওপর কামারহাটির সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়ের নাম লেখা ছিল বলেও দাবি করেছেন জ্যোতিপ্রিয়। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করে জ্যোতিপ্রিয়-র বিরুদ্ধে মানহানি মামলা দায়েরের হুমকি দিয়েছেন মানস মুখোপাধ্যায়।

বৃহস্পতিবার রাতে উত্তপ্ত নাগেরবাজার

বৃহস্পতিবার রাতে উত্তপ্ত নাগেরবাজার

বৃহস্পতিবার রাতে বিজেপি ও সিপিএম-এর আঁতাতের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নাগেরবাজার এলাকা। প্রথমে একটি গেস্ট হাউসের সামনে বিক্ষোভ এবং পরে সেখানে ভাঙচুর চালানো হয়। তৃণমূলের অভিযোগ, সেখানে মুকুল রায় ও সিপিএম নেতা পন্টু দাশগুপ্তের বৈঠক চলছিল। এদিকে সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য দাবি করেছেন, পল্টু দাশগুপ্ত তাঁদের নেতা নন। আগে তিনি সিপিএম-এ থাকলেও এখন নেই।

বিজেপির দাবি

বিজেপির দাবি

দমদমে প্রধানমন্ত্রী মোদীর সভার পর নাগেরবাজারের গেস্ট হাউসে গিয়েছিলেন মুকুল রায় ও শমীক ভট্টাচার্য। সেখানে মুকুল রায়ের ঘনিষ্ঠ রাজু নামে এক ব্যক্তির পারিবারিক অনুষ্ঠান ছিল। সেখানে গিয়ে তৃণমূল হামলা চালায়। মুকুল রায়ের গাড়িতেও ভাঙচুর চালানো হয়।

তৃণমূলের নতুন দাবি

তৃণমূলের নতুন দাবি

তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেছেন, নাগেরবাজারে মুকুল রায়ের গাড়ির নিচ থেকে সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়ের নাম লেখা একটি খাম পাওয়া গিয়েছে। সেখানে, দুপক্ষের কত টাকা লেনদেন হয়েছে, তার যেমন হিসেব রয়েছে।, তার পাশাপাশি এলাকায় ভোটের আগে তৃণমূলের কোন কোন নেতাকে গ্রেফতার করা হবে, সেই তথ্যও পাওয়া গিয়েছে।

মানহানির হুমকি মানসের

মানহানির হুমকি মানসের

সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায় অভিযোগ অস্বীকার করে বলেছেন, এই অভিযোগ প্রমাণের দায় জ্যোতিপ্রিয় মল্লিকের। প্রমাণ না করতে পারলে তার বিরুদ্ধে মানহানির মামলা করবেন তিনি।

English summary
TMC leader Jyotipriya Mallick alleged an envelop was recovered from Nagerbazar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X