For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী কারণে 'দিদিকে বলো' কর্মসূচি, শোভনদেবের 'স্বীকারোক্তি'তে চাঞ্চল্য

দলের একটা অংশ জন বিচ্ছিন্ন। সূত্রের খবর অনুযায়ী, এমনটাই বলেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। জনসংযোগ বাড়াতেই তৃণমূলের 'দিদিকে বলো' কর্মসূচি বলে কার্যত জানিয়েছেন ত

  • |
Google Oneindia Bengali News

দলের একটা অংশ জন বিচ্ছিন্ন। সূত্রের খবর অনুযায়ী, এমনটাই বলেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।
জনসংযোগ বাড়াতেই তৃণমূলের 'দিদিকে বলো' কর্মসূচি বলে কার্যত জানিয়েছেন তিনি। তাঁর মতে এমন কর্মসূচির জেরে আরও অনেকদিন তৃণমূল
মানুষের সঙ্গে থাকতে পারবে।

কী কারণে দিদিকে বলো কর্মসূচি, শোভনদেবের স্বীকারোক্তিতে চাঞ্চল্য

প্রসঙ্গত বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান 'দিদিকে বলো' কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন দিদিতো শুনতে পান না। তাই সাধারণ মানুষের সঙ্গে কথা বলার নতুন কৌশল। তাঁর আহ্বান ছিল যদি কিছু বলতেই হয়, বিজেপিকে বলুন। মোদীজিকে বলুন।

সূত্রের খবর অনুযায়ী,এরই উত্তরে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মোদী কিছুই করেননি। দিদিকে এখনও এখানকার মানুষ চান। তাই সব ফোন দিদির কাছেই যাবে। এইসময়ই কথা প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, দলের একটা অংশ জন বিচ্ছিন্ন।

English summary
TMC leader and minister Sovandev Chatterjee confesses the reason behind Didike Balo programme.He told some part of his party have isolated from the masses
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X