For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার সুখবর আমজনতার জন্য, তৃণমূল সরকারের নয়া উদ্যোগে কমছে পরিবহণ-খরচ

রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার এবার আমজনতার জন্য সুখবর নিয়ে এল। মূলত রাজ্য সরকারের কড়া পদক্ষেপে কমছে সাধারণ মানুষের পরিবহণ খরচ।

Google Oneindia Bengali News

রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার এবার আমজনতার জন্য সুখবর নিয়ে এল। মূলত রাজ্য সরকারের কড়া পদক্ষেপে কমছে সাধারণ মানুষের পরিবহণ খরচ। ক'দিন আগেই সারচার্জের বিষয়ে কড়া পদক্ষেপ নেন। এরপরই বেসপ্রাইস কমানোরও সিদ্ধান্ত নেয় দুই অ্যাপ ক্যাব সংস্থা। রাজ্য সরকারকে চিঠি দিয়ে তারা এই বেস প্রাইস কমানোর কথা জানায়।

এবার সুখবর আমজনতার জন্য, তৃণমূল সরকারের নয়া উদ্যোগে কমছে পরিবহণ-খরচ

শুক্রবার পরিবহণ দফতরকে চিঠি দিয়ে ওলা-উবের সংস্থা জানিয়েছে এ কথা। দুই সংস্থাই জানিয়েছে তারা বেশি সারচার্জ নেবে না। সেইসঙ্গে কমতে চলেছে দুই অ্যাপ ক্যাব সংস্থার বেস প্রাইসও। বেস ফেয়ার ৬০ টাকা থেকে কমিয়ে ৪০ টাকা করা হতে পারে। আর ওলা-উবেরের এই নতুন ভাড়া কার্যকর হবে ২০ জুলাই থেকে।

রাজ্য সরকার সারচার্জ বেঁধে দিয়েছে। সেইমতো ৪৫ শতাংশের বেশি সারচার্জ নিতে পারবে না ক্যাব সংস্থাগুলি। অফিস টাইম হোক বা একটু বেশি রাত। বেস ফেয়ারের উপর ইচ্ছামতো সারচার্জ বসিয়ে আর যেমন খুশি ভাড়া নিতে পারবে না। দিনের পর দিন এই ঘটনা ঘটে চলায় শহরবাসী সরব হয়েছি ক্যাবসংস্থাগুলির বিরুদ্ধে।

তারপরই এই ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। সারচার্জের বিষয়ে কড়া সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। রাজ্য সরকার জানিয়ে দেয় সকাল আটটা থেকে রাজ আটটা পর্যন্ত কোনও সারচার্জ নেওয়া যাবে না। এদিন বেস প্রাইসও কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ্যাপ ক্যাবের পক্ষ থেকে। এবং রাজ্য সরকার নির্দেশ দিয়েছে প্রতি মাসে রিপোর্ট পাঠাতে।

English summary
TMC government takes initiative to reduce fare of Ola and Uber. Ola and Uber send letter to transport department on Friday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X