For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরছে পাস-ফেল! কী সিদ্ধান্ত নিচ্ছে মমতার সরকার, বিধানসভায় জানালেন পার্থ

পার্থবাবুর কথাতেই স্পষ্ট সরকার পাস-ফেল প্রথা চালুর ব্যাপারে অনেক দূর এগিয়ে গিয়েছে। এখনই তিনি স্পষ্ট করতে চাননি। তবে স্পষ্ট কোন ক্লাস থেকে পাস-ফেল প্রথা চালু হচ্ছে।

Google Oneindia Bengali News

ফের চালু হচ্ছে পাস-ফেল প্রথা! রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার ফের পাস-ফেল প্রথা ফিরিয়ে আনতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে নবান্ন সূত্রে। শুক্রবার বিধানসভাতেও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পাস-ফেল প্রথা চালু করার ব্যাপারে অর্থবহ ইঙ্গিত দিয়েছেন। তিনি এদিন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে শিক্ষাবিদদের সঙ্গে আলোচনায় বসবেন শীঘ্রই।

ফিরছে পাস-ফেল! বিধানসভায় কী ইঙ্গিত দিলেন পার্থ

পার্থবাবুর কথাতেই স্পষ্ট সরকার পাস-ফেল প্রথা চালুর ব্যাপারে অনেক দূর এগিয়ে গিয়েছে। এখনই তিনি স্পষ্ট করতে চাননি, কোন ক্লাস থেকে পাস-ফেল প্রথা চালু হচ্ছে। তবে জানা গিয়েছে, পঞ্চম শ্রেণি থেকেই রাজ্যে পাস-ফেল প্রথা চালু হবে। এবং তা হবে খুব শীঘ্রই। নতুন শিক্ষাবর্ষ থেকেই তা লাগু হতে পারে বলেও মনে করছে শিক্ষামহল।

এদিন বিধানসভায় শিক্ষাব্যবস্থার শোচনীয় হাল নিয়ে পূর্বতন বাম সরকারকে কড়া ভাষায় বিদ্ধ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'বর্তমান সরকার প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে। কিন্তু পূর্বতন সরকার এ ব্যাপারে কিছুই করেনি। সেই কারণেই অভিভাবকরা প্রাথমিকে স্কুলে না পড়িয়ে ছেলে-মেয়েদের প্রাইভেট স্কুলে পড়াতে বাধ্য হয়েছেন।'

'কিন্তু তাঁদের সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিচার করে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে তৎপর হয়েছে। আবার যাতে সরকারি স্কুলগুলির দিকেই অভিভাবকরা ঝোঁকেন সেই ব্যবস্থা করছে রাজ্য। আটঘাট বেঁধেই রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সামিল। বামফ্রন্ট সরকার কোনওদিন শিক্ষক নিয়োগে ন্যূনতম যোগ্যতার দিকে নজর দেয়নি। আমরা সেদিকে বিশেষ নজর দিয়ে যোগ্য লোককে শিক্ষক পদে বসাচ্ছি।'

এদিকে মিড ডে মিল নিয়ে য়ে সমস্ত অভিযোগ আসছে, সেই ব্যাপারে আরও সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জনপ্রতিনিধিদের। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, 'দুর্নীতি হলে ব্যবস্থা নেবে সরকার।' সমস্ত অভিযোগই বিশেষ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে বলে তিনি নির্দেশ দিয়েছেন।

সেইসঙ্গে স্কুলের পরিবেশ নিয়েও তিনি নির্দেশ দিয়েছেন। সমস্ত স্কুলের সৌন্দর্যায়ণের করতে বলা হয়েছে। বলা হয়েছে বিদ্যালয় ভবন রং করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে। পড়াশোর আদর্শ পরিবেশ তৈরি করা সর্বাগ্রে জরুরি বলে শিক্ষামন্ত্রী এদিন মত পোষণ করেন।

English summary
TMC Government brings back Pass-fail system in West Bengal education. Education minister indicate today at Assembly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X