উত্তরবঙ্গে বিজেপিতে বড় ভাঙন, পঞ্চায়েত গেল তৃণমূল কংগ্রেসের হাতে! শ'য়ে শ'য়ে কর্মীর যোগ শাসকদলে
উত্তরবঙ্গে আবারও এক পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস। বিজেপির এক নির্বাচিত সদস্য শাসকদলে যোগ দেওয়ায় পঞ্চায়েতের রাশ চলে যায় তৃণমূলের দখলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণদিনাজপুরের বোল্লা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য সুনীল ওঁরাও দলত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন।

পঞ্চায়েতের দখল ছিল বিজেপির হাতে
গত পঞ্চায়েত নির্বাচনে ১৯ সদস্যের বোল্লা গ্রাম পঞ্চায়েতে ১১ আসন জয় করে বিজেপি বোর্ড গঠন করেছিল। বিপক্ষে তৃণমূলের ছিল ছয় সদস্য। ছাড়াও ছিল ১ জন বাম সদস্য এবং ১ জন নির্দল।

আগেই বিজেপি ভেঙে তৃণমূলে ২ সদস্য
বোর্ড গঠন হওয়ার পরেই নির্দল সদস্য তৃণমূলে যোগ দেন। জানুয়ারিতে বিজেপি প্রধান পলি দাস এবং অন্য এখ সদস্য কমল সোরেন তৃণমূলে যোগ দেন।

বর্তমানে সংখ্যাগরিষ্ঠ তৃণমূল
মঙ্গলবার গ্রাম পঞ্চায়তের বিজেপি সদস্য সুনীল ওঁরাও তৃণমূলে যোগ দেওয়ার পরেই পঞ্চায়েতের ক্ষমতা চলে যায় তৃণমূলের দখলে। ১৯ সদস্যের পঞ্চায়েতে তৃণমূলের দখলে এখন ১০।


বিজেপি অনুগামীদের যোগ তৃণমূলে
শুধু পঞ্চায়েত সদস্যরাই নন, স্থানীয় বিজেপি নেতা বলাই দাসও তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁর সঙ্গে তৃণমূলে গিয়েছেন এলাকার প্রায় ৩০০ বিজেপি অনুগামী। জেলা তৃণমূল সভানেত্রী অর্পিতা ঘোষ জানিয়েছেন, সিএএ, এনআরসি, এনপিআর-এর বিরুদ্ধে প্রতিবাদ করেই বিজেপির নেতা-কর্মীরা তৃণমূলে যোগ দিয়েছেন।