For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত-বাণী শুনে মুচকি হাসছেন বিজেপি কর্মীরাই! চাঁদে যাওয়ার পরামর্শ পার্থর

টার্গেট ২২-এ বিশ্বাসী নন অমিত শাহ, রাজ্যে এসে ১০০ শতাংশ আসনকেই তাই নিশানা করার নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁর এই বক্তব্যকে হাস্যকর বলে কটাক্ষ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

টার্গেট ২২-এ বিশ্বাসী নন অমিত শাহ, রাজ্যে এসে ১০০ শতাংশ আসনকেই তাই নিশানা করার নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁর এই বক্তব্যকে হাস্যকর বলে কটাক্ষ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, অমিত শাহ যা বলছেন, তা শুনে মুচকি হাসছেন তাঁর দলের কর্মীরাই। চাঁদে গিয়ে মিটিং-মিছিল করলেও বিজেপির ওই আশা পূরণ হবে না।

চাঁদে যাওয়ার পরামর্শ পার্থর

বুধবার সকালেই কলকাতায় এসে পৌঁছেছেন অমিত শাহ। তারপর পোর্টট্রাস্ট গেস্ট হাউসে দলের নির্বাচনী কমিটির সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই তিনি বার্তা দেন, অন্তত ৫০ শতাংশ আসন বিজেপিকে পেতে হবে। সেজন্য টার্গেট করতে হবে ১০০ শতাংশ আসনকেই। এদিনের বৈঠকে বঙ্গ বিজেপি নেতৃত্বকে এই লক্ষ্যমাত্রা বেঁধে দেন অমিত শাহ।

এরপরই তৃণমূলের মহাসচিব সাংবাদিক বৈঠকে অমিত শাহের দেওয়া টার্গেটকে কটাক্ষ করেন। তিনি বলেন, যারা পঞ্চায়েতে দাঁড়াতে পারল না, তারা নাকি লোকসভায় ২১-২২টি আসন পাবে। ওই দিবাস্বপ্ন নিয়ে থাকুক বিজেপি। বিজেপি দার্জিলিং ও আসানসোল রাখতে পারবে কি না, তা নিয়ে ভাবুক আগে।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, দার্জিলিং ও আসানসোলও যাবে এবার। সেইসঙ্গে তিনি বলেন, বাংলার নিয়ে পরে চিন্তা করবে বিজেপি, আগে দিল্লি-গুজরাট নিয়ে ভাবুন অমিত শাহরা। বিজেপি আচ্ছে দিনের বদলে কালো দিন নিয়ে এসেছেন দেশে। এতই উন্নয়ন করেছে যে বাড়িতে ঢুকে বোঝাতে হচ্ছে।

English summary
TMC general secretary Partha Chatterjee criticizes BJP President Amit Shah. He says BJP workers smile to hear Amit Shah’s words.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X