For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির সভাপতির মুখে সমাজবিরোধীর ভাষা, দিলীপকে পাল্টা নিশানা পার্থর

‘বুথের মধ্যেই শেষ হয়ে যাবে না পঞ্চায়েতের লড়াই। বুথের এই লড়াই আমরা শ্মশান পর্যন্ত টেনে নিয়ে যাব। বুথের পর শ্মশান পর্যন্ত লড়াইটা আমাদের বুঝে নিতে হবে।’

Google Oneindia Bengali News

বিজেপি রাজ্য সভাপতির উসকানিমূলক মন্তব্যে পঞ্চায়েতের আগে সন্ত্রাসের গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'দিলীপবাবুর এই ধরনের উসকানিমূলক মন্তব্যই প্রমাণ করে দিচ্ছে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে কারা। দাঙ্গার কথা একজন বিজেপি সভাপতির মুখে, তা গণতন্ত্রের পক্ষে নিন্দনীয়। একজন সমাজবিরোধীও এমন কথা বলে না।'

বিজেপির সভাপতির মুখে সমাজবিরোধীর ভাষা, দিলীপকে পাল্টা নিশানা পার্থর

[আরও পড়ুন:বুথের লড়াই গড়াবে শ্মশানে! পঞ্চায়েত-যুদ্ধে দিলীপের কড়া হুঁশিয়ারি তৃণমূলকে][আরও পড়ুন:বুথের লড়াই গড়াবে শ্মশানে! পঞ্চায়েত-যুদ্ধে দিলীপের কড়া হুঁশিয়ারি তৃণমূলকে]

শনিবার ভবানীপুর ন্যাশনাল লাইব্রেরির প্রেক্ষাগৃহে বিজেপির পঞ্চায়েত প্রশিক্ষণ শিবিরে উপস্থিত হয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কর্মীদের সামনে হুঙ্কার ছাড়েন। বলেন, 'বুথের মধ্যেই শেষ হয়ে যাবে না পঞ্চায়েতের লড়াই। বুথের এই লড়াই আমরা শ্মশান পর্যন্ত টেনে নিয়ে যাব।' তাঁর এই মন্তব্যের কড়া সমালোচনা করেন পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, 'দিলীপবাবুর মুখে একজন সমাজবিরোধীর ভাষা। বুথের লড়াই শ্মশান পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার বার্তায় তিনি কী বোঝাতে চাইলেন? তাহলে কি সংবিধানকেই তিনি টেনে নিয়ে যেতে চাইছেন শ্মশানে। গণতন্ত্রের স্থান সংবিধানে, সেই গণতন্ত্রকেই এঁরা শেষ করে দিতে চায়। আন্দোলনের মধ্যে দিয়ে তো উঠে আসেনি। আর ভোটে জেতার জন্য কর্মীও নেই। তাই দাঙ্গা বাধিয়ে ফায়দা লোটার রাজনীতি করছেন বিজেপির রাজ্য সভাপতি। মানুষই এই মন্তব্যের জবাব দেবে।'

পার্থবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের মধ্য দিয়ে মানুষের পাশে থেকে রাজ্যের ক্ষমতায় এসেছেন। তিনি তিলে তিলে রাজ্যকে পিছনের সারি থেকে প্রথমের সারিতে তুলে এনেছেন। আর বিরোধী রাজনীতি করতে গিয়ে এঁরা দাঙ্গা বাঁধানোর বার্তা দিচ্ছেন। উনি এমন কথা বলছেন, যা সমাজবিরোধীরাও বলে না। একজন রাজনৈতিক দলের নেতার মুখে ওই কথা মানায় না।

উল্লেখ্য, দিলীপবাবু বলেন, 'বুথের লড়াই বুথ পর্যন্ত শেষ করে দিলে হবে না। এই লড়াইকে আমাদের টেনে নিয়ে যেতে হবে শ্মশান পর্যন্ত। নিরাপত্তা তো থাকবে বুথ পর্যন্ত। তারপর আমাদের বুঝে নিতে হবে। এদিন তিনি হুঙ্কার ছাড়েন, যার দম আছে সে বিজেপি করবে, সে জিতবে। মনে সন্দেহ রাখার কোনও দরকার নেই।'

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গড়া হচ্ছে 'চক্রব্যুহ', 'ফসকা গেরো' ঢাকতে নয়া ব্যবস্থা প্রশাসনের][আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গড়া হচ্ছে 'চক্রব্যুহ', 'ফসকা গেরো' ঢাকতে নয়া ব্যবস্থা প্রশাসনের]

English summary
TMC general secretary Parth Chatterjee criticizes Dilip Ghosh's remarks. BJP State President Dilip Ghosh threats TMC to win Panchayat election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X