For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মালদহের মোড়ে মিলে গেল তৃণমূল ও বিজেপির মিছিল, তারপরই ঘটল তুলকালামকাণ্ড

তৃণমূলের কালা দিবসের মিছিল আর বিজেপির বাংলাতেও নাগরিক পঞ্জির দাবিতে মিছিল এক জায়গায় পৌঁছতেই তুলকালামকাণ্ড ঘটে গেল। মালদহের পোস্ট অফিসে মোড় উত্তপ্ত হয়ে উঠল তৃণমূল ও বিজেপি সংঘর্ষে।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলের কালা দিবসের মিছিল আর বিজেপির বাংলাতেও নাগরিক পঞ্জির দাবিতে মিছিল এক জায়গায় পৌঁছতেই তুলকালামকাণ্ড ঘটে গেল। মালদহের পোস্ট অফিসে মোড় উত্তপ্ত হয়ে উঠল তৃণমূল ও বিজেপি সংঘর্ষে। এই সংঘর্ষের ঘটনায় জখম হয়েছেন দু-দলের বহু কর্মী-সমর্থক। বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মালদহের মোড়ে মিলে গেল তৃণমূল ও বিজেপির মিছিল, তারপরই ঘটল তুলকালামকাণ্ড

নাগরিক পঞ্জিতে ৪০ লক্ষ নাম বাদ পড়ার ঘটনায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে শিলচরে তৃণমূল প্রতিনিধি দলকে হেনস্থার শিকার হতে হয়েছে। তারই প্রতিবাদে শনিবার কালা দিবসের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপিও তৃণমূলের কালা দিবসের দিনে বাংলাতে এনআরসির দাবিতে মিছিল করে এসে পোস্ট অফিস মোড়ে অবস্থান বিক্ষোবেরর কর্মসূচি নিয়েছিল। দু-দলের মিছিল এক জায়গায় আসতেই সংঘর্ষের সূত্রপাত হয়।

সোমবার অসমে জাতীয় নাগরিকপঞ্জির খসড়া প্রকাশিত হয়। তারপরই এই নাগরিকপঞ্জির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে পড়ে। তীব্র প্রতিক্রিয়া জানায় তৃণমূল কংগ্রেস। প্রতিবাদে মুখর হয়ে অসমে প্রতিনিধি দল পাঠায় তৃণমূল। তারপরই বাধে বিপত্তি। শিলচর বিমানবন্দরে তৃণমূল প্রতিনিধিদের আটকে রেখে হেনস্থা করা হয় বলে অভিযোগ।

সেই ঘটনার প্রতিবাদে শনি ও রবিবার কালা দিবসের ডাক দেয় তৃণমূল। পাল্টা কর্মসূচি নিয়ে বিজেপি বাংলায় এনআরসির দাবি তোলে। শনিবার দুপুরে তৃণমূল ও বিজেপির মিছিল মিলিত হয়ে মালদহের পোস্ট অফিস মোড়ে। হুলুস্থুল বেধে যায় তারপর। দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।

[আরও পড়ুন:মোদীর ব্রিগেড ভরাতে ২৫০ সভা! মিশন ২০১৯-এর লক্ষ্যে ঢাকে কাঠি বিজেপির][আরও পড়ুন:মোদীর ব্রিগেড ভরাতে ২৫০ সভা! মিশন ২০১৯-এর লক্ষ্যে ঢাকে কাঠি বিজেপির]

বিজেপি পোস্ট অফিস মোড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তুলিকা দাহ করার কর্মসূচি নিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অশ্লীল মন্তব্য করছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। তার প্রতিবাদ করতেই তৃণমূলের কর্মী-সমর্থকদের উপর চড়াও হন বিজেপি কর্মীরা। দু-দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়।

বিজেপির দাবি তাঁরা শান্তিপূর্ণ অবস্থান চালাচ্ছিলেন। তৃণমূল কর্মীরা অকারণে তাঁদের অবস্থান পণ্ড করতে হামলা চালায়। দুই দলের সংঘর্ষে জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূলের মিছিল পাঠিয়ে দেওয়া হয় মগদমপুরের দিকে। আর বিজেপির কর্মসূচি বানচাল হয়ে যায়। এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।

[আরও পড়ুন: দিলীপ-মুকুলদের এনআরসি-প্রচারের নির্দেশ মোদী-অমিতের, বাংলায় 'সাবধানী' বিজেপি][আরও পড়ুন: দিলীপ-মুকুলদের এনআরসি-প্রচারের নির্দেশ মোদী-অমিতের, বাংলায় 'সাবধানী' বিজেপি]

English summary
TMC and BJP’s two procession merged in Malda and starts clash between two parties. Many are injured of their,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X