এবার খোদ কলকাতায় তৃণমূল বিজেপি সংঘর্ষ! পুলিশের সামনেই মারধরের অভিযোগ
কলকাতাতেই এবার তৃণমূল বিজেপি সংঘর্ষ। ঘটনাটি পঞ্চসায়রের। বিজেপির অভিযোগ তৃণমূল কর্মীরা আচমকাই তাদের সদস্য সংগ্রহ অভিযানে হামলা চালায় ও মারধর করে। এই ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। মহিলাদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। পাল্টা হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা।

রণক্ষেত্র কলকাতা পুরসভার অন্তর্গত শহিদ স্মৃতি কলোনি। এলাকাটি পঞ্চসায়র থানার অন্তর্গত। বিজেপির অভিযোগ তৃণমূল প্রথমে হামলা চালায়। আক্রমণ সামলে, আহত কর্মী সমর্থকদের চিকিৎসার পর শহিদ স্মৃতি কলোনির যেসব তৃণমূল কর্মী সমর্থক বিজেপির কর্মী সমর্থকদের ওপর হামলায় অভিযুক্ত তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করে এবং হামলা চালায় বলে অভিযোগ। এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ বাহিনী এলাকায় ঢোকার পরেও বিক্ষিপ্তভাবে দুপক্ষের সংঘর্ষ চলতে থাকে। পুলিশ বাহিনী এক জায়গায় থেমে না থেকে বিভিন্ন রাস্তা ও গলিতে রুট মার্চ চালাতে থাকে। এমনকি সংঘর্ষে উদ্যত দুপক্ষকে ছত্রভঙ্গও করে দেয়। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে পার্শ্ববর্তী থানার পুলিশ কর্মীদের পঞ্চসায়রে পাঠানো হয়।
বিজেপির তরফে অভিযোগ বাড়িতে বাড়িতে ঢুকে মারধর করা হয়। যদিও তৃণমূলের তরফে পাল্টা অভিযোগ বিজেপি হামলা চালিয়েছে।