For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের 'প্রশংসা'য় পঞ্চমুখ বিজেপি, শ্যামাপ্রসাদ-স্মরণে আবার নতুন 'নাটক' বাংলার বুকে

ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা বাংলার কৃতী সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তিরোধান দিবস পালন নিয়ে চাপানউতোর চলল বিজেপি ও তৃণমূল কংগ্রেসের।

Google Oneindia Bengali News

ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা বাংলার কৃতী সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তিরোধান দিবস পালন নিয়ে চাপানউতোর চলল বিজেপি ও তৃণমূল কংগ্রেসের। কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদের আবক্ষ ব্রোঞ্জের মূর্তি বসিয়ে ঘটা করে তিরোধান দিবস পালন করে তৃণমূল। তৃণমূলের এই উদ্যোগকে খোঁচা দিয়ে বিজেপি জানায়, দেরিতে হলেও শুভবুদ্ধির উদয় হয়েছে তৃণমূলের।

শ্যমাপ্রসাদ-স্মরণ সংঘাত, বিজেপির খোঁচার পাল্টা তৃণমূলের

তৃণমূলও বিজেপির এই খোঁচার পাল্টা দিয়েছে। তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, এবারই প্রথম শ্যামাপ্রসাদের মূর্তি পালন করা হচ্ছে, তা নয়। যখন বিজেপি ছিল না, তখনও প্রতিবছর নিয়ম করে শ্যামাপ্রসাদের তিরোধান দিবস পালন করা হয়েছে। আমি ৭ বছর মন্ত্রী হয়েছি, আমি প্রতি বছর শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এসেছি। মালা রায় ২৩ বছর কাউন্সিলর, তিনি নিয়মিত তা করে এসেছেন। আগেও এই ধারা বজায় ছিল।

তৃণমূলের আর এক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, এর মধ্যে রাজনীতির কিছু নেই। এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে আমরাও বিজেপি হয়ে যাইনি, আর বিজেপিও তৃণমূল হয়ে যায়নি। শ্যামাপ্রসাদ বাংলার এক কৃতী সন্তান। তাঁকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা গর্বিত। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ও বাংলার বাইরের মহান মানুষদের শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন করে এসেছেন বরাবর। আমরা সকলে বাংলার কৃতী সন্তানদের সম্মান জানাই।

এদিন বিজেপি কেওড়াতলা মহাশ্মশানের পাশে পার্কে এক অনুষ্ঠানের মাধ্যমে শ্যামাপ্রসাদের তিরোধান দিবস পালন করে। সেখানে বিজেপি সভাপতি তৃণমূলের এই উদ্যোগকে খোঁচা দিয়ে বলেন, দেরিতে হলেও তৃণমূলের শুভবুদ্ধির উদয় হয়েছে। তবে অনেক দেরি হয়ে গিয়েছে। যেহেতু ভালো কাজ, আমরা প্রশংসা করছি তৃণমূলের এই উদ্যোগের।

আর বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, তৃণমূল মাওবাদীদের দিয়ে শ্যামাপ্রসাদের মূর্তি ভেঙে যে পাপ করেছিল, এদিন নতুন করে মূর্তি বসেয়ে নিজেদের সেই পাপের খণ্ডন করছে। তবে তৃণমূল দেরিতে হলেও বুঝেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য এই বাংলা ভারতের অন্তর্ভুক্ত আছে। মোট কথা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তিরোধান দিবস নিয়ে চাপানউতোর অব্যাহত রয়েছে।

ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠার পর লেনিন মূর্তি ভেঙেছিল, তারপর দেশজুড়ে মূর্তি ভাঙার রাজনীতির শুরু হয়েছিল। তখনই কেওড়াতলা মহাশ্মশানের স্থাপিত শ্যামাপ্রসাদের মূর্তি বিকৃত করা হয়। এদিন সেই মূর্তি পুনরায় স্থাপন করল কলকাতা পুরসভা। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই খোঁচা দেয় বিজেপি।

English summary
Trinamool Congress and BJP are involved in word-war regarding Shyamaprasad Mukharjee’s death anniversary. Kolkata Municipal Corporation has established a statue of Shyamaprasad at Keoratala.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X