For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খাস কলকাতার বুকেই বিজেপির মিছিলে হামলা, অভিযুক্ত তৃণমূল

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

রীতেশ তিওয়ারি
কলকাতা, ১১ সেপ্টেম্বর: চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রীতেশ তিওয়ারির মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে।

আগামী ১৩ সেপ্টেম্বর চৌরঙ্গি ও বসিরহাট দক্ষিণ বিধানসভা আসনে ভোট নেওয়া হবে। এ দিন তাই প্রচারে বেরিয়েছিলেন চৌরঙ্গির বিজেপি প্রার্থী রীতেশ তিওয়ারি। সুবোধ মল্লিক স্কোয়ারে সকাল এগারোটা নাগাদ তাঁর নির্বাচনী মিছিলে হঠাৎ হামলা চালানো হয়। রীতেশবাবু সংবাদমাধ্যমকে বলেন, "বিনা প্ররোচনায় হামলা হয়েছে। ওরা এসে আমার কলার চেপে ধরে আমাকে শাসায়। আমার ছেলেদের মারধর করেছে।" এই ঘটনায় শাসক দলের মদতপুষ্ট হামলাকারীদের বিরুদ্ধে মুচিপাড়া থানায় এফআইআর দায়ের করেছে বিজেপি।

বিজেপির তরফে অভিযোগ করা হয়, স্থানীয় কাউন্সিলর সঞ্চিতা মণ্ডলের নেতৃত্বে এই হামলা চালানো হয়। চৌরঙ্গি কেন্দ্রের তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্টও হামলায় শামিল হন বলে অভিযোগ। জখম বিজেপি সমর্থকদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। মুচিপাড়া ও বউবাজার থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যদিও তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, বিজেপিই প্রথমে হামলা চালিয়েছে।

English summary
TMC allegedly attack BJP candidate Ritesh Tiwari, FIR lodged
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X