For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গ আজও ‘বাংলা’ হল না, মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যসচিব চিঠি পাঠাচ্ছেন রাজনাথ সিংকে

বদলেও বদলানো নাম। বাংলা তাই এখন পশ্চিমবঙ্গই। ছ’মাসেও কেন্দ্রের সাড়া না মেলায় বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এবার চিঠি লিখছেন মুখ্যসচিব।

Google Oneindia Bengali News

কলকাতা, ৪ মার্চ : বদলেও বদলানো নাম। বাংলা তাই এখন পশ্চিমবঙ্গই। ছ'মাসেও কেন্দ্রের সাড়া না মেলায় বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এবার চিঠি লিখছেন মুখ্যসচিব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাফ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের নাম বদলে যদি কেন্দ্রের কোনও অসুবিধা থাকে, তবে তা জানাক। সেইমতোই পদক্ষেপ নেবে তাঁর সরকার।[পশ্চিমবঙ্গের নাম বদলে হচ্ছে 'বাংলা',প্রস্তাব পাস বিধানসভায়]

২০১৬ সালের ২৯ আগস্ট বিধানসভায় পাস হয় পশ্চিমবঙ্গের 'বাংলা'য় বদলের প্রস্তাব। কিন্তু ছ'মাস অতিক্রম করা সত্ত্বেও পশ্চিমবঙ্গের বাংলা প্রাপ্তী হয়নি। বিধানসভা পাস হয়ে গেলেও কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের কাছেই আটকে রয়েছে প্রস্তাবটি। এই প্রস্তাবে বলা হয়েছে বাংলায় পশ্চিবঙ্গের নাম হবে 'বাংলা', ইংরেজিতে 'বেঙ্গল' ও হিন্দিতে 'বঙ্গাল'। এই নাম পরিবর্তনে প্রশাসনিক সুবিধা ভোগ করতে পারবে।[পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কে কি বলছেন?]

পশ্চিমবঙ্গ আজও ‘বাংলা’ হল না, মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যসচিব চিঠি পাঠাচ্ছেন রাজনাথ সিংকে

তাই প্রস্তাব পাসের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে। এই প্রস্তাবটি সত্ত্বর পাস করার আর্জি জানান তিনি। কিন্তু ছ'মাসেও সাড়া মিলল না কেন্দ্রীয় সরকারের। এবার তাই পত্রাঘাতের রাস্তাতেই হাঁটল মমতার সরকার। কেন্দ্রের অবস্থান জানতে চাওয়া হয়েছে এই নাম পরিবর্তন ইস্যুতে। শীঘ্রই তা যাতে জানানো হয় নবান্নকে, সেই অনুরোধও করা হয়েছে।[মেট্রো স্টেশনের পর এবার ৬ শহরের নতুন নামকরণ মমতার]

পশ্চিমবঙ্গের নাম বাংলা হবে না বঙ্গ। এই নিয়েই সবছেকে বেশি চর্চা হয়েছিল। শেষপর্যন্ত 'বাংলা'কেই সমর্থন করেছিল অধিকাংশ মানুষ। তাই বাংলা নামটিকেই বেছে নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। পার্থ চট্টোপাধ্যায় এই প্রস্তাব পাস করেন বিধানসভায়। শাসক শিবিরের সংখ্যা গরিষ্ঠতায় ধোপে টেকেনি বিরোধীদের বিরেধিতা। পশ্চিমবঙ্গ 'বাংলা' হতে দিল্লি পাড়ি দেয়। কিন্তু সেই ফাইল এখনও দিল্লি থেকে ফিরল না।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাংলা নাম শুধু সরকারি স্বীকৃতির অপেক্ষায়। মানুষ বহুদিন আগে থেকেই বাংলা নামকে তাঁদের হৃদয়ে স্থান দিয়েছে। পশ্চিমবঙ্গের বদলে বহু জায়গাতেই বাংলা ব্যবহারও শুরু হয়েছে। ফলে নাম পরিবর্তনে কেন্দ্রীয় সরকার সিলমোহর না দিলেও মানুষই পশ্চিমবঙ্গকে বাংলা বলে মেনে নেবে সেই বিশ্বাস আমার আছে।' দন দিলেই সরকারি
সমস্যা শুধু এখানেই, দিল্লিক সরকার সবুজ সঙ্কেত না দেওয়ার সরকারি কাজে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গলের জায়গায় বাংলা বা বেঙ্গল ব্যবহার করা যাচ্ছে না। প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বাংলা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রস্তাবটি পাস করে দিলেই লোকসভা ও রাজ্যসভায় যাএব প্রস্তাব। তারপর রাষ্ট্রপতি অনুমোদন দিলেই পশ্চিমবঙ্গ হবে বাংলা। উল্লেখ, এর আগে দু'বার বামফ্রন্ট সরকারের তরফে নাম পরিবর্তনের প্রস্তাব এসেছিল। কিন্তু দু'বারই তা কেন্দ্রীয় সরকার অসহযোগিতায় বাতিল হয়ে যায়।

English summary
Till now West Bengal was not 'Bengal', Chief Secretary sent a letter to Rajnath Sing, Home minister of India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X