For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের মতুয়া ভোটব্যাঙ্কে বড়সড় ফাটল! লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগদান

তৃণমূলের মতুয়া ভোট-ব্যাংকে থাবা বসাল বিজেপি। বিজেপি সদর দফতরে এসে গেরুয়া শিবিরে যোগ দিলেন মতুয়ারা। বিজেপি রাজ্য নেতৃত্বের দাবি প্রায় তিন শতাধিক মতুয়া সম্প্রদায়ের সদস্য বিজেপিতে যোগ দেন।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলের মতুয়া ভোট-ব্যাংকে থাবা বসাল বিজেপি। বিজেপি সদর দফতরে এসে গেরুয়া শিবিরে যোগ দিলেন মতুয়ারা। বিজেপি রাজ্য নেতৃত্বের দাবি প্রায় তিন শতাধিক মতুয়া সম্প্রদায়ের সদস্য বিজেপিতে যোগ দেন। তাঁরা বিজেপির শ্রমিক সংগঠনে যোগ দিয়েছেন বলে দাবি গেরুয়া নেতৃত্বের। বিজেপি তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

তৃণমূলের মতুয়া ভোটব্যাঙ্কে বড়সড় ফাটল! লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগদান

মতুয়ারা বিজেপির কাছে দাবি জানিয়েছিলেন, দেশের বিভিন্ন ধর্মস্থানে যাওয়ার জন্য ট্রেন ভ্রমণের ব্যবস্থা করে দিতে। সেইমতো বিজেপি কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লেখা হয়। যাতে মতুয়ারা বিনা খরচে ট্রেন ভ্রমণ করতে পারে, তার ব্যবস্থা করার দাবি জানায়। রাজনৈতিক মহল মনে করছে, এভাবেই তৃণমূলের মতুয়া ভোট-ব্যাংকে থাবা বসাতে চাইছে বিজেপি। লোকসভা ভোটের আগে এই নতুন কৌশল নিয়েছে বিজেপি।

উল্লেখ্য, গত লোকসভা ভোটে বিজেপি থাবা বসানোর চেষ্টা করেছিল মতুয়া ভোট ব্যাঙ্কে। গতবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কাজে লাগিয়ে মঞ্জুলকৃষ্ণ ঠাকুরকে নিজেদের দলে টেনেছিল বিজেপি। লোকসভার উপনির্বাচনে মঞ্জুল-পুত্র বিজেপির হয়ে লড়াই করেছিল তৃণমূল নেত্রী মমতাবালা ঠাকুরের বিরুদ্ধে। সেই লড়াইয়ে তৃণমূলের কাছে হেরে মঞ্জুল ফের তৃণমূলে ফিরে আসেন।

তারপর থেকেই মতুয়া ভোট-ব্যাঙ্কে সে অর্থে দাগ কাটতে পারেনি বিজেপি। তারপর এনআরসি ইস্যুতে বিজেপির অবস্থান মতুয়াদের বিরুদ্ধে যায়। সেই প্রতিকূলতা কাটিয়ে বিজেপি চাইছে ফের মতুয়া ভোট-ব্যাঙ্কে থাবা বসাতে। ২০১৯-এর লোকসভায় মতুয়াদের উপর আস্থাশীল হয়ে ওঠার চেষ্টা শুরু করেছে বিজেপি।

[আরও পড়ুন:মালিয়া-জেটলিকে সংসদে কথা বলতে দেখেছিলেন কংগ্রেস সাংসদ পুনিয়া, শুনুন তাঁর বিস্ফোরক বয়ান][আরও পড়ুন:মালিয়া-জেটলিকে সংসদে কথা বলতে দেখেছিলেন কংগ্রেস সাংসদ পুনিয়া, শুনুন তাঁর বিস্ফোরক বয়ান]

আসলে এগিয়ে আসছে লোকসভা ভোট। তার আগে বিজেপি চাইছে ঘর গুছিয়ে নিতে। প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি! তাই আর বসে না থেকে ঝাঁপিয়ে পড়তে চাইছে গেরুয়া শিবির। বাংলা থেকে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়তে কী হবে ইস্যু, তা নিয়েই বৈঠকে বসছে বিজেপির রাজ্য কমিটি। সেই সংক্রান্ত বৈঠকের মাঝেই বিজেপির কাছে খুশির খবর নিয়ে এলেন মতুয়ারা। একদল যোগ দিলেন বিজেপিতে।

[আরও পড়ুন: মিশন ২০১৯-এর লক্ষ্যে কোন ইস্যুতে চ্যালেঞ্জ মমতাকে! প্রচারে ঝড় তুলতে তৈরি বিজেপি][আরও পড়ুন: মিশন ২০১৯-এর লক্ষ্যে কোন ইস্যুতে চ্যালেঞ্জ মমতাকে! প্রচারে ঝড় তুলতে তৈরি বিজেপি]

[আরও পড়ুন:রাহুল গান্ধী প্রধানমন্ত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশমন্ত্রী! প্রশ্নের পরামর্শ অমিত শাহের][আরও পড়ুন:রাহুল গান্ধী প্রধানমন্ত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশমন্ত্রী! প্রশ্নের পরামর্শ অমিত শাহের]

[আরও পড়ুন:বিজেপির ভয়ে লেজ গুটিয়ে ফিরে আসেনি তৃণমূল! প্রমাণ দিতে অসমে ঝড় তুললেন ফিরহাদ ][আরও পড়ুন:বিজেপির ভয়ে লেজ গুটিয়ে ফিরে আসেনি তৃণমূল! প্রমাণ দিতে অসমে ঝড় তুললেন ফিরহাদ ]

English summary
Three hundred Matua members join in BJP leaving TMC before Loksabha Election. BJP targets to break TMC’s vote-bank to give challenge to Mamata Banerjee.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X