For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্যোগের ভ্রুকুটি, কেমন কাটবে বাঙালির পুজোর চারটি দিন?

  • |
Google Oneindia Bengali News

দুর্যোগের ভ্রুকুটি, কেমন কাটবে বাঙালির পুজোর চারটি দিন?
কলকাতা, অক্টোবর ১১: মা এসেছেন | কিন্তু আমরা আহ্লাদে আটখানা হতে পারছি কই ! কখন ঝাঁপিয়ে পড়ে মেঘাসুর, সেই ভয় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে !

বাংলার সবচেয়ে বড় উত্সব দুর্গা পুজো ঘিরে এখন দুর্যোগের ভ্রুকুটি | বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় ‘ফাইলিন' স্বস্তি দিচ্ছে না বাঙালিকে | আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দুর্যোগ ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে সরে যাবে, নাকি বাংলায় দুর্গা পুজো ভাসাবে, তা বোঝা যাবে আজ, সপ্তমীর বিকেলেই | বাঙালির তাই কায়ামনোবাক্যে একটাই প্রার্থনা, ‘মা গো, এখন তুমি ভরসা | পুজোটা যেন মাটি না হয়' | আসলে এবার মহালয়ার আগে থেকেই আবহাওয়া ভালো নেই | কখনও ঝিরঝিরে, কখনও বা মুশলধারে বৃষ্টি হযেছে | তাই পুজোর চারটে দিন শুকনো থাকুক, এটাই কামনা |

পাছে দুর্যোগের ঠেলাতে পুজো মাটি হয়, তাই পঞ্চমীর বিকেল থেকেই কলকাতাতে মানুষের ঢল্ | বাগবাজার সার্বজনীন, নলিন সরকার স্ট্রিট, শ্রীভূমি, মানিকতলা চালতাবাগান, মহম্মদ আলি পার্ক, সিংহী পার্ক, নাকতলা উদয়ন সংঘ, বোসপুকুর সর্বত্র ভিড়ে ভিড়াক্কার |পঞ্চমীতে রাত বারোটাতেও গড়িয়াহাট লোকে লোকারন্য | কচি প্রেমিক-প্রেমিকা থেকে অশীতিপর দম্পতি, নতুন পোশাক পরে বেরিয়ে পড়েছেন পঞ্চমীর রাতেই | তবে বৃষ্টি হলেও যুদ্ধকালীন তত্পরতার সঙ্গে মোকাবিলা করা হবে বলে দাবি করেছেন কলকাতা কর্পোরেশন-এর মেয়র শোভন চট্টোপাধ্যায় | তিনি বলেছেন, রাস্তার জমা জল দ্রুত বের করে দিতে কর্পোরেশন তৈরি আছে | সতর্ক আছে কলকাতা পুলিশও | বৃষ্টি তবু একরকম, ঝড়ে গাছপালা, মণ্ডপ উপড়ে যদি বিপর্যয় হয়, কীভাবে সামাল দেওয়া যাবে, স্পষ্ট জানা যায়নি তাঁর কাছে |

আসন্ন দুর্যোগ নিয়ে উদ্বেগ এতটাই যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত প্রকাশ্যে ভগবানের কাছে প্রার্থনা করেছেন, যেন বৃষ্টি না হয় | তাঁর আর্জি মা শোনেন কিনা, সেটাই এখন দেখার |
জাগো দুর্গা, মেঘাসুর-মর্দিনী !

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X