For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টালা ব্রিজ বন্ধের জেরে অতিরিক্ত চাপ বেলগাছিয়া ব্রিজে, সংস্কারের ভাবনা পূর্ত দফতরের

অতিরিক্ত ভার কমাতে বেলগাছিয়া ব্রিজের উপর থেকে পিচের আস্তরণ তুলে ফেলার ভাবনা পূর্ত দফতরের

  • |
Google Oneindia Bengali News

সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই টালা ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করেছে রাজ্য প্রশাসন। এবার টালা ব্রিজ বন্ধের জেরে যানবাহনের অতিরিক্ত চাপ অনেকটাই গিয়ে পড়েছে বেলগাছিয়া সেতুর ওপর। এদিকে বেলগাছিয়া সেতুর স্বাস্থ্যের অবস্থাও খুব একটা ভালো নয় বলে অনেকদিন আগেই জানিয়েছিল সেতু বিশেষজ্ঞেরা। অতিরিক্ত যান চলাচলের ফলে সেতুর অবস্থার আরও অবনতি হতে পারে এই আশঙ্কা করে সেতুর ভার কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পূর্ত দফতর। সেতুর উপর থেকে পিচের আস্তরণ তুলে ফেলতে ও আগামী তিন বছর সেতু রক্ষণাবেক্ষণের জন্য ইতিমধ্যে একটি টেন্ডারও ডাকা হয়েছে। চলতি সপ্তাহের সোমবার পূর্ত দফতরের তরফে প্রস্তাবিত এই বিষয়ে একটি দরপত্রও প্রকাশ করা হয়।

টালা ব্রিজ বন্ধের জেরে অতিরিক্ত চাপ বেলগাছিয়া ব্রিজে, সংস্কারের ভাবনা পূর্ত দফতরের

৩০লক্ষ ৪২হাজার টাকার ওই দরপত্রে রাজ্য পূর্ত দফতর কিছু শর্তের কথাও উল্লেখ করেছে বলে জানা যাচ্ছে। সেতুর উপর থেকে পিচের আস্তরণ তোলার সময় যাতে কোনওভাবেই বায়ু দূষণ না হয় সেই বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই পিচ তোলার কাজটি সাতদিনের মধ্যেই শেষ করতে হবে বলেও জানিয়েছে রাজ্য সরকার।

পূর্ত দফতর সূত্রে খবর, রাস্তার অতিরিক্ত ভার কমানোর জন্য সেতুর উপরে থাকা পিচের আস্তরণ তুলে ফেলা হবে। সেতুর উপরে থাকা কয়েকশ টন পিচ, পাথর, কংক্রিট ইত্যাদি তুলে নিলে সেতুর ভার অনেকটাই কমবে বলে আশাবাদী ওই দফতরের কর্মীরা। পূর্ত দফতরের এক উচ্চপদস্থ আধিকারিকের কথায়, " কোন সংস্থা দায়িত্ব পাবে তা টেন্ডারের মাধ্যমেই ঠিক হয়ে যাবে। নির্ধারিত যে সংস্থা কাজটি করবে তাদের আগামী তিন বছরের জন্য ওই ব্রিজের রক্ষণাবেক্ষণের সমস্ত দায়িত্বও নিতে হবে।" পাশাপাশি সম্পূর্ণ প্রক্রিয়াটি একমাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলে আশা করছেন তিনি।

পূর্ত দফতরের ওই আধিকারিকের কথায়, "সেতুর ভার কমানোর জন্য পিচের আস্তরণ তোলার সময় কোনও কম্পনযন্ত্রের সাহায্য নেওয়া যাবেনা বলে আমরা উল্লেখ করে দিয়েছি। কারণ এই যন্ত্রের ব্যবহারে সেতুর স্বাস্থ্যের আরও ক্ষতি হতে পারে।" এই প্রসঙ্গে অপর এক আধিকারিক বলেন, "খুব শীগ্রই আরেকটি টেন্ডার ডাকা হবে সেতুর উপরে থাকা ট্রামের লাইন সরানোর জন্য। এর ফলে সেতুকে আর কোনও অতিরিক্ত ভার বহন করতে হবেনা।"

"আমি ইস্যু ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি ও নিজেকে একজন উগ্র মানবতাবাদী বলে মনে করি" : অপর্ণা সেন

English summary
thought of raising the pitch lining across the belgacia bridge to reduce the extra load
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X