For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কহানি মে টুইস্ট, এসএসকেএমের বদলে পার্থকে কেন নিয়ে যাওয়া হল ইএসআই হাসপাতালে? জেনে নিন

Google Oneindia Bengali News

শিক্ষক দুর্নীতি কাণ্ড নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল প্রায় ১১টা পর্যন্ত জিজ্ঞসাবাদের পর গ্রেফতার করা হয় রাজ্যের শিক্ষামন্ত্রী এবং বর্তমান রাজ্যসরকারের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তার আগে থেকে পার্থ চট্টোপাধ্যায় বলছিলেন যে তিনি অসুস্থ বোধ করছিলেন। অনেকেই ভাবছিলেন যে আবার সেই পুরনো গল্প। আবার কোনও এক দুর্নীতিতে জড়িয়ে রাজ্যের মন্ত্রী , দলের নেতা এসএসকেএমের স্মরণাপন্ন হবেন। তবে গল্পে টুইস্ট আসে তবে অনেকটা ঘুরিয়ে। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে জোকা ই.এস.আই হাসপাতালে।

কহানি মে টুইস্ট, এসএসকেএমের বদলে পার্থকে কেন নিয়ে যাওয়া হল ই.এস.আই হাসপাতালে? জেনে নিন

কিন্তু কেন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হল ইএসআই হাসপাতালে। বিশেষজ্ঞরা বলছেন যে, এসএসকেএমে যে চিকিৎসকরা আছেন তাঁরা রাজ্যের নিয়োজিত। তাঁরা রাজ্যের নির্দেশে চলবেন। উপরমহল থেকে যদি অর্ডার আসে যে সুস্থ হলেও পার্থর খান চারেক রোগ দেখাতে তাঁরা বাধ্য। সোজা কোথায় কোম্পানি চাইছে। তাই করতে হবে কিন্তু এসআইহাসপাতাল তো কেন্দ্রের। তাই সেখানে চলবে না কোনও গোঁজামিল। বিশেষজ্ঞরা বলছেন, ঠিক এই কারণেই কোর্টে তোলার আগে পার্থর মেডিকেল চেক আপ করার জন্য তাঁকে ই.এস.আই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে যতবার রাজ্যের কোনও নেতা মন্ত্রী নানা দুর্নীতিতে জড়িয়েছেন তিনি এসএসকেএমে গিয়ে শুয়ে পড়েছেন। সেই তালিকায় মদন মিত্র সবথেকে পরিচিত নাম। রয়েছেন একাধিক তৃণমূল নেতা। রয়েছেন দল বেবাগি শোভন চট্টোপাধ্যায়ও। সম্প্রতি দীর্ঘদিন এখানে কাটিয়েছেন অনুব্রত মণ্ডল। সেদিকেই ঘটনা ঘুরবে বলে মনে করা হচ্ছিল যখন থেকে পার্থ চট্টোপাধ্যায় বলতে শুরু করেন তিনি অসুস্থ বোধ করছেন।

গতকাল থেকে ঘটনাক্রম অনুযায়ী , শুক্রবার রাতের দিকে টুইট করে ইডি জানিয়েছিলেন আর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়ার টাকার পরিমাণ ২০ কোটি। পরে টাকা গোনার চারটি মেশিন আনা হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে টাকা গোনার পরে দেখা যায় ২১ কোটি টাকার ২০০০ ও ৫০০ টাকার নোট রয়েছে সেখানে। এছাড়াও অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ৫০ লক্ষ টাকা সোনার গয়না। ইডি সূত্রে জাবি করা হয়েছে বেলঘড়িয়া এলাকায় তাঁর আরও দুটি ফ্ল্যাট রয়েছে। এছাড়াও একটি বাড়িও রয়েছে। যেখানে তাঁর মা থাকেন। এদিন সংবাদ মাধ্যমের তরফে তাঁর মাকে মেয়ের আয়ের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন অভিনয় করে। ওড়িশা সিনেমায় অনেক অভিনয় করেছে। তবে এর বাইরে তিনি কিছু জানেন না।

এরপরেই জানা যায় তিনি পার্থ ঘনিষ্ঠ। বেড়িয়ে পরে একাধিক লিঙ্ক। তারপরের ফটনা হল, পার্থ এখন ই.এস.আই হাসপাতালে।

English summary
this the why ED takes partha Chatterjee to ESI instead of sskm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X