For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদালতে জয় হয়েছে সিবিআই-এর! দাবি দিলীপ ঘোষের, ক্ষমা চাওয়ার দাবি রাহুলের

সিবিআই যা চেয়েছিল, সেই নির্দেশই পেয়েছে তারা। জয় হয়েছে সিবিআই-এরই। এদিন চিটফান্ড মামলায় রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে এমনটাই বললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

সিবিআই যা চেয়েছিল, সেই নির্দেশই পেয়েছে তারা। জয় হয়েছে সিবিআই-এরই। এদিন চিটফান্ড মামলায় রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে এমনটাই বললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, সিবিআই তো রাজীব কুমার গ্রেফতার করতে চায়নি, জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল। ফলে সর্বোচ্চ আদালত সিবিআই-এর পক্ষেই রায় দিয়েছে। অন্যদিকে, বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহার দাবি, নিজের কাজের জন্য ক্ষমা চাওয়া উচিত মমতার।

আদালতে জয় হয়েছে সিবিআই-এর! দাবি দিলীপ ঘোষের, ক্ষমা চাওয়ার দাবি রাহুলের

পাশাপাশি অপর একটি বিষয়ও তুলে ধরেন দিলীপ ঘোষ। তিনি বলেন, সেদিনের ঘটনায় রাজীব ঘোষের বাড়ির সামনে সিবিআই-এর কাজে বাধা দেওয়ার ঘটনায় মুখ্যসচিব, ডিজি এবং নগরপালের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কী ভাবে বলতে পারেন, তার জয় হয়েছে, প্রশ্ন করেন দিলীপ ঘোষ। এদিন যা রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, তার সবটাই রাজীব কুমারের বিরুদ্ধে গিয়েছে বলেও দাবি করেন দিলীপ ঘোষ।

সংবাদমাধ্য়মে প্রকাশিত খবর অনুযায়ী, বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা একধাপ এগিয়ে, নিজের কাজের জন্য মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন। তাঁর অভিযোগ, নাটক করে মুখ্যমন্ত্রী বাংলার মর্যাদা ধুলোয় মিশিয়েছেন। মুখ্যমন্ত্রী আধিকারিকদের প্ররোচনা দিয়েছেন বলে কার্যত অভিযোগ করেছেন রাহুল সিনহা।

English summary
This is a victory for CBI says West Bengal state bjp president Dilip Ghosh on SC verdict
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X