For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোমেন মিত্রের অফিসে জোট-বৈঠক! গভীর রাতেও সূত্র অধরা

বাম-কংগ্রেসের জোটের সূত্র এখনও অধরা। বুধবার রাতে সোমেন মিত্রের দফতরে বৈঠকে বসেন সিপিএম নেতা রবীন দেব।

  • |
Google Oneindia Bengali News

বাম-কংগ্রেসের জোটের সূত্র এখনও অধরা। বুধবার রাতে সোমেন মিত্রের দফতরে বৈঠকে বসেন সিপিএম নেতা রবীন দেব। পুরুলিয়া, বসিরহাটের মতো আসন কংগ্রেসকে দেওয়া নিয়ে এখনও বাম শরিকরা রাজি হয়নি। ফলে রফা সূত্রে জটও খোলেনি।

সোমেন মিত্রের অফিসে জোট-বৈঠক! গভীর রাতেও সূত্র অধরা

বুধবার সকাল থেকে প্রায় ৩ ঘণ্টা বৈঠক হয় বামফ্রন্টের। সেখান থেকে বড় শরিক সিপিএম, বামফ্রন্টের ছোট শরিকদের বোঝাতে পারেনি, যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের একটা করে আসন ছাড়া উচিত। ফলে বামফ্রন্টের বৈঠক থেকে কোনও রফা সূত্র উঠে আসেনি। এমন কী বামফ্রন্ট চেয়ারম্যান ১৩ মার্চ আরও একদফা প্রার্থী তালিকা ঘোষণার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু বামফ্রন্টের বৈঠকে সেই তালিকা পেশ করা হয়নি বলে জানা গিয়েছে। তবে ১৬ তারিখের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করা সম্ভব বলে বলে সিপিএম সূত্রে খবব।

বুধবার রাত সাড়ে নটাতেও সোমেন মিত্রের অফিসে বৈঠকে ব্যস্ত ছিলেন সিপিএম নেতা রবীন দেব। কংগ্রেসের তরফে সোমেন মিত্র ছাড়াও ছিলেন প্রদীপ ভট্টাচার্য ইতিমধ্যেই তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এই অবস্থায় বিজেপিও প্রার্থী তালিকা ঘোষণার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। যদিও বাম-কংগ্রেস কোনও রফা সূত্রে পৌঁছতে পারেনি।

সূত্রের খবর অনুযায়ী শুধু পুরুলিয়া কিংবা বসিরহাটের আসন নয়, কংগ্রেস ১৭ টি আসনের কমে লড়াইয়ে নারাজ। অন্যদিকে বামফ্রন্ট চায় ২০ টি আসনে লড়াই করতে। ফলে সংখ্যাটা বড় ফ্যাক্টরে পরিণত হয়েছে। অন্যদিকে সিপিআই এবং ফরওয়ার্ডব্লক জানিয়েদিয়েছে, তারা জোটে থাকতে চায়। কিন্তু কোনও ভাবেই বসিরহাট কিংবা পুরুলিয়ার বিনিময়ে নয়। কংগ্রেসের দাবি অন্তত পুরুলিয়া তাদের ছাড়তে হবেই।

<span class=[আরও পড়ুন; সিএম নয় বালুরঘাটে শেষ কথা বলবেন বিএম! বিদ্রোহী নেতার সঙ্গে কথা পার্থর]" title="[আরও পড়ুন; সিএম নয় বালুরঘাটে শেষ কথা বলবেন বিএম! বিদ্রোহী নেতার সঙ্গে কথা পার্থর]" />[আরও পড়ুন; সিএম নয় বালুরঘাটে শেষ কথা বলবেন বিএম! বিদ্রোহী নেতার সঙ্গে কথা পার্থর]

সূত্রের খবর অনুযায়ী, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা নিয়েও জটিলতা রয়েছে। তবে তা বসিরহাট কিংবা পুরুলিয়ার মতো এতটা বড় নয়।

[আরও পডুন; গভীর রাতে দিল্লিতে অর্জুন সিং! বাড়ল দলত্যাগের জল্পনা][আরও পডুন; গভীর রাতে দিল্লিতে অর্জুন সিং! বাড়ল দলত্যাগের জল্পনা]

English summary
There was a meeting on Left-Congress jote in West Bengal in Somen Mitra's office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X