For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বনধে বেহাল বিমানবন্দর, ভিডিও-য় দেখুন সেই চিত্র, শুনুন পরিষেবার হালহকিকৎ

ইসলামপুর-কাণ্ডে বিজেপির ডাকা বাংলা বনধ রুখতে রাজ্যজুড়ে সমস্তরকম ব্যবস্থা রাখা হবে বলে ফলা করেও জানিয়েছিল রাজ্য সরকার। কিন্তু বুধবার দিনের শুরু থেকেই ব্যবস্থায় গলদ।

  • |
Google Oneindia Bengali News

ইসলামপুর-কাণ্ডে বিজেপির ডাকা বাংলা বনধ রুখতে রাজ্যজুড়ে সমস্তরকম ব্যবস্থা রাখা হবে বলে ফলা করেও জানিয়েছিল রাজ্য সরকার। কিন্তু বুধবার দিনের শুরু থেকেই ব্যবস্থায় গলদ। কলকাতার উপকণ্ঠে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরেই অমিল পরিষেবা। সকাল থেকেই বনধের কারণে চূড়ান্ত দুর্ভোগে পড়েন বিমানবন্দরে আসা যাত্রীরা।

বনধে বেহাল বিমানবন্দর, ভিডিও-য় দেখুন সেই চিত্র, শুনুন পরিষেবার হালহকিকৎ

বুধবার সকালে বিমানবন্দরে দেখা যায় প্রিপেড ট্যাক্সির জন্য লম্বা লাইন। কোনও ট্যাক্সির দেখা নেই। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ট্যাক্সি পাননি যাত্রীরা। যাত্রীরা অভিযোগ করেন, শুধু প্রিপেড ট্যাক্সিই অনুপস্থিত নয়, অনুপস্থিত ওলা-উবের ক্যাবও। কলকাতার রাস্তায় যেমন ট্যাক্সি, ওলা-উবেন নেই, তেমনই হাল বিমানবন্দরের।

[আরও পড়ুন:বনধে মমতার সরকারের ওপর প্রভাব কতটা! সবার আগে জানালেন মুকুল রায় ][আরও পড়ুন:বনধে মমতার সরকারের ওপর প্রভাব কতটা! সবার আগে জানালেন মুকুল রায় ]

মুর্শিদাবাদের বাবুয়া, নদিয়ার রানাঘাটের রবীন্দ্রনাথবাবুরা তাই সকাল থেকেই বিমানবন্দরের প্রিপেড ট্যাক্সি বুথে লম্বা বাইনে দাঁড়িয়ে বেজায় বিরক্ত। কেউ এসেছেন বাধ্য হয়ে, আগে থেকে বুকিং ছিল, কেউ এসেছেন দুবাই থেকে আসা আত্মীয়-পরিজনকে রিসিভ করতে। এই অবস্থায় বিমানবন্দরের একদিকে যেমন লম্বা লাইন, অন্যদিকে ট্যাক্সি বিহনে শুনশান অবস্থা।

[আরও পড়ুন: উত্তপ্ত ইসলামপুর! পুলিশের পাইলটকারে হামলা, বাসে আগুন, দেখুন ভিডিও][আরও পড়ুন: উত্তপ্ত ইসলামপুর! পুলিশের পাইলটকারে হামলা, বাসে আগুন, দেখুন ভিডিও]

উল্লেখ্য, ইসলামপুরে দুই ছাত্রের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় বিজেপি ১২ ঘণ্টার বাংলা বনধ ডাকে। রাজ্য সরকার আগের সমস্ত বনধের মতোই এই বনধের বিরোধিতায় নামে। বিজেপিও পাল্টা জানায়, তাঁরাও দেখাবে তাঁদের শক্তি। রাজ্যজুড়ে বনধ প্রতিরোধের সমস্ত ব্যবস্থা করে রাজ্য সরকার।

[আরও পড়ুন:রাজ্যে গুলিবিদ্ধ ছাত্র, বিজেপির বনধের আবহে চলল অশান্তি ][আরও পড়ুন:রাজ্যে গুলিবিদ্ধ ছাত্র, বিজেপির বনধের আবহে চলল অশান্তি ]

রাজ্যের পরিবহণ দফতরের উদ্যোগে কলকাতার বাড়তি সরকারি বাস নামানো হয়। ট্যাক্সি ও বেসরকারি বাসও পর্যাপ্ত পরিমাণে মজুত থাকবে বলে জানান রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু আদতে কলকাতায় ট্যাক্সির দেখা নেই। অন্তত দমদম বিমানবন্দরের চিত্র তেমনটাই।

[আরও পড়ুন:রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তি! জায়গায় জায়গায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ][আরও পড়ুন:রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তি! জায়গায় জায়গায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ]

[আরও পড়ুন: বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধ! রাজ্য জুড়ে ট্রেন চলাচল বিপর্যস্ত][আরও পড়ুন: বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধ! রাজ্য জুড়ে ট্রেন চলাচল বিপর্যস্ত]

English summary
There is no taxi at the Dumdum airport for the strike of BJP. Long-line is in front of Prepaid Taxi Booth from Wednesday Morning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X