For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কালীপুজোর আগে মমতার কেন্দ্রে 'কর্তৃত্ব কায়েম'! শাসকদলের তিনটি ক্লাবের মধ্যে সংঘর্ষ

ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শহর কলকাতায়। রণক্ষেত্র দক্ষিণ কলকাতার গোপালনগর মোড় এলাকা। কালীপুজোর গেট তৈরি নিয়ে এলাকার তিনটি ক্লাবের মধ্যে সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শহর কলকাতায়। রণক্ষেত্র দক্ষিণ কলকাতার গোপালনগর এলাকা। কালীপুজোর গেট তৈরি নিয়ে এলাকার তিনটি ক্লাবের মধ্যে সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। প্রতাপ সাহা গোষ্ঠী বিপ্লব মিত্রের দিকে অভিযোগের আঙুল তুললেও, সেই অভিযোগ অস্বীকার করেছেন ওই নেতা। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে।

কালীপুজোর আগে মমতার কেন্দ্রে কর্তৃত্ব কায়েম! শাসকদলের তিনটি ক্লাবের মধ্যে সংঘর্ষ

কালীপুজোর গেট তৈরি নিয়ে গণ্ডগোল। বলা যেতে পারে গেট তৈরি নিয়েই এলাকার কর্তৃত্ব বজায় রাখতে গিয়েই সংঘর্ষ। ঘটনাটি দক্ষিণ কলকাতার আলিপুরের গোপালনগরের।

স্থানীয় দুটি ক্লাব জানিয়েছে, তারা প্রতিবারই কালীপুজোর গেট তৈরি করে, ফলে এবারও তারাই গেট তৈরি করবেন। যদিও সূত্রের খবর অনুযায়ী, স্থানীয় তৃণমূল নেতা প্রতাপ সাহার দাবি, তারাই গেট তৈরি করেন, এবার তারাই তা তৈরি করবেন। এই গোষ্ঠীর আরও অভিযোগ, এলাকারই নেতা বিপ্লব মিত্রের গোষ্ঠীর লোকেরা বাইরে থেকে লোক এনে তাদের ওপর হামলা চালায়। পড়ে থাকা বাঁশ দিয়ে পেটানো হয়। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন বিপ্লব মিত্র। তাঁর দাবি, তিনি কলকাতার বাইরে। বিষয়টি নিয়ে তিনি কিছুই জানেন না।

এই সংঘর্ষের পর এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

মাঝে মধ্যেই তৃণমূল নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের গোপালনগর এলাকা এই দুই গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মূলত এলাকা দখলদারিকে ঘিরেই এই সংঘর্ষ। প্রতাপ সাহা এবং বিপ্লব মিত্র গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়। তবে এবার আর দুটি নয়, সংঘর্ষে জড়িয়েছে তিনটি ক্লাব।

তৃণমূলের তরফে এলাকায় গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করা হয়েছে।

English summary
There is a clash between three groups of Trinamool workers in Gopalnagar over Kali Puja gate making
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X