For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিক্ষিকার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে উত্তাল বেহালার স্কুল, দেখুন ভিডিও

শিক্ষিকার বিরুদ্ধে নিয়ম না মানা এবং দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল বেহালার প্রাথমিক স্কুল। অভিযোগের প্রেক্ষিতে তাঁকে স্কুলে ঢুকতে বারণ করা হয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের তরফ থেকে।

  • |
Google Oneindia Bengali News

শিক্ষিকার বিরুদ্ধে নিয়ম না মানা এবং দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল বেহালার প্রাথমিক স্কুল। অভিযোগ, পূর্ব বড়িশা প্রাথমিক স্কুলের শিক্ষিকা টুটুল বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রী, সহকর্মী শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষককর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। স্কুলের প্রধান শিক্ষক কিংবা স্কুল পরিচালন সমিতির সভাপতির কাছেও তিনি নিজের ক্ষমতার জাহির করেন। যদিও এই সব অভিযোগের কথা অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষিকা। অভিযোগের প্রেক্ষিতে তাঁকে স্কুলে ঢুকতে বারণ করা হয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের তরফ থেকে।

শিক্ষিকার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে উত্তাল বেহালার স্কুল, দেখুন ভিডিও

স্কুলের শিক্ষিক, অশিক্ষক কর্মীদের অভিযোগ, স্কুলের নিয়ম না মেনে টুটুল বন্দ্যোপাধ্যায় নামে ওই শিক্ষিকা নিজের সঙ্গে তৃণমূলের নানা পদাধিকারীর যোগাযোগ আছে বলে দাবি করেন। প্রসঙ্গ ক্রমে তিনি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এমন কী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও করেন বলে অভিযোগ। একই সঙ্গে নিজের স্বামী আইনজীবী হওয়ায় আইনের হুমকি দেন বলেও অভিযোগ। সময় মতো স্কুলে না আসা ছাড়াও বেশিরভাগ সময় ওই শিক্ষিকা ছুটিতে থাকেন বলে অভিযোগ করেছেন সহকর্মীরা। এমন কী যে ভাষা ওই শিক্ষিকা প্রয়োগ করেন, তা সবার সামনে বলা যায় না বলেও অভিযোগ করেছেন সহকর্মীরা।

সোমবার মিড ডে মিলের পর স্কুলের মেইন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিদেবপুর থানার পুলিশ।

পরিচালন সমিতিতে আলোচনা করেও সমস্যা মেটেনি বলেই অভিযোগ করেছেন স্কুলের প্রধান শিক্ষক। ঘটনাটি নিয়ে প্রাথমিক শিক্ষা সংসদেও চিঠি দেওয়া হয়। ওই শিক্ষিকাকে স্কুল থেকে অপসারণের দাবি করেছেন বিক্ষোভরত অভিভাবকরা।

English summary
There is chaos in Purba Barisha Primary school in Behala over a teacher's behavior
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X