For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজবের জেরে গণপিটুনি! এবার আনন্দপুর, প্রচারে জোর পুলিশের

গুজবের জেরে গণপিটুনি অব্যাহত কলকাতায়। কসবা, টালিগঞ্জের পর এবার গণপিটুনির ঘটনা কসবার আনন্দপুরে।

  • |
Google Oneindia Bengali News

গুজবের জেরে গণপিটুনি অব্যাহত কলকাতায়। কসবা, টালিগঞ্জের পর এবার গণপিটুনির ঘটনা কসবার আনন্দপুরে। রবিবার রাতে আনন্দপুরের পশ্চিম চৌভাগায় শিশু চোর সন্দেহে এক যুবকের ওপর চড়াও হন স্থানীয় কয়েকজন বাসিন্দা। ঘটনাটি গুজবের বলে জানিয়েছে পুলিশ। গুরুত্বের সঙ্গে
বিষয়টি দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

গুজবের জেরে গণপিটুনি! এবার আনন্দপুর, প্রচারে জোর পুলিশের

শিশু চুরি কিংবা ছেলে ধরা সন্দেহে গণপিটুনি চলছেই। খাস কলকাতায় একের পর এক এইধরনের ঘটনায় সচেতনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ঘটনা ঘটে যাওয়ার পর ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। আনন্দপুরের পশ্চিম চৌভাগায় সোমবার সকাল থেকে পুলিশ পিকেট বসানো হয়েছে।

কসবা দিয়ে শুরু হয়েছিল। রবিবার টালিগঞ্জে এক মহিলাকে গণপিটুনি দেওয়া হয়। আর সেদিন রাতেই শিশু চুরি করতে এসেছে এক যুবক, এমনটাই গুজব ছড়ায় আনন্দপুরে। স্থানীয়দের দাবি, ৩ যুবক গিয়েছিল সেখানে। তাদের মধ্যে এক যুবক ধরা পড়ে। আরও অভিযোগ উঠেছে, ধৃত যুবকের হাতে ধারালো অস্ত্রও ছিল।

পুলিশের তরফে মাইকিং করে এবং লিফলেট বিলি করে জনগণকে সচেতন করার চেষ্টা চলছে এলাকায়। পুলিশের তরফে জানানো হয়েছে, আনন্দপুরের ঘটনায় শুধু নয়, কসবা, টালিগঞ্জ-সহ কলকাতার বিভিন্ন অলিতে গলিতে গুজবের বিরুদ্ধে প্রচার চালানো হবে।

English summary
There are lynching cases in Anandapur in South Kolkata on Sunday night
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X