জানালা ভেঙে পুলিশের বাড়িতে চুরি খোদ কলকাতায়, প্রশ্নে শহরের নিরাপত্তা
রাজ্য পুলিশের এক আধিকারিকের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ কলকাতার যাদবপুর থানা এলাকায়। রাজ্য পুলিশের আইবি সাব-ইন্সপেক্টর পদে কর্মরত গোলাম মোস্তাফা। বৃহস্পতিবার গভীর রাতে তাঁর বাড়িতেই চুরি হয়েছে। খোয়া গিয়েছে লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ বেশ কিছু টাকা।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায়। ইতিমধ্যেই অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ। গোলাম মোস্তাফা ও তাঁর বাড়ির লোক জানিয়েছেন, ল্যাপটপ ও অন্য সামগ্রী চোরেরা নেয়নি। শুধু আলমারি খুলে টাকা-গয়না নিয়ে গিয়েছে।
[আরও পড়ুন: বিজেপি নেতা চিন্ময়ানন্দের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনা যুবতীর খোঁজ রাজস্থানে]
গভীর রাতে আওয়াজ পেয়ে পাশের ঘর থেকে ছুটে আসেন তিনি। দেখেন জানালার রড ভাঙ্গা জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান জানালা ভেঙে ঘরে ঢুকে আলমারির লকারের চাবি সংগ্রহ করে চুরি করে পালিয়েছে চোরেরা।