For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার রাস্তায় ফিরতে চলেছে স্মৃতির পাতায় হারিয়ে যাওয়া ডবল-ডেকার বাস

কলকাতার রাস্তায় ফিরতে চলেছে স্মৃতির পাতায় হারিয়ে যাওয়া ডাবল-ডেকার বাস

  • |
Google Oneindia Bengali News

অনেকদিন আগেই হারিয়ে গিয়েছিল স্মৃতির পাতায়। এবার বর্তমান সরকারের হাত ধরে আবারও রাস্তায় নামতে চলেছে কলকতার অন্যতম আকর্ষণ তথা ঐতিহ্যবাহী ডাবল ডেকার বাস।

নব্বইয়ের দশকের শুরু থেকেই ধীরে ধীরে স্মৃতির পাতায় চলে যায় বাস গুলি

নব্বইয়ের দশকের শুরু থেকেই ধীরে ধীরে স্মৃতির পাতায় চলে যায় বাস গুলি

কিছুকাল আগেও কলকাতার রাস্তায় নিয়মিত দেখা যেত এই ধরণের দ্বিতল বাস গিলকে। পরবর্তীকালে নব্বইয়ের দশকের শুরু থেকেই ধীরে ধীরে কমতে শুরু করে শহরের দোতলা বাসের সংখ্যা। ইলেকট্রিকের তার, উড়ালপুল নির্মান সহ একাধিক সমস্যায় জেরবার হয়ে তারপর থেকে ক্রমশ স্মৃতির পাতায় হারিয়ে যেতে থাকে এই বাস গুলি।

১০০ বছর আগে ব্রিটিশদের হাত ধরে কলকাতায় পথ চলা শুরু করে ডাবাল ডেকার বাস গুলি

১০০ বছর আগে ব্রিটিশদের হাত ধরে কলকাতায় পথ চলা শুরু করে ডাবাল ডেকার বাস গুলি

তারপর এবার ফের শহরের পথে ফিরছে ডাবল ডেকার বাস। এখন থেকে ঠিক এক শতাব্দী আগে ব্রিটিশ শাসনকালে কলকাতায় প্রথম পথচলা শুরু করেডাবল ডেকার বাস। এবার ১০০ বছর পর ফের বিলুপ্তির পথ থেকে ফিরে শহরের রাস্তায় ফিরছে ঐতিহ্যবাহী এই দোতলা বাস।

মার্চেই কলকাতার রাস্তায় নামতে পারে বাস গুলি

মার্চেই কলকাতার রাস্তায় নামতে পারে বাস গুলি

সূত্রের খবর, ইতিমধ্যে দুটি ডাবল ডেকার বাস সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্টের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। এই মাসের শেষে চূড়ান্ত অনুমোদন এসে গেলেই পথ চলা শুরু করবে বাস দুটি। এমনটাই আশা করছেন রাজ্য সড়ক পরিবহণের কর্ম-কর্তারা। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চ থেকেই শহরের রাস্তায় দেখা মিলবে বাস দুটিকে।

জ্বালানি হিসাবে আগামী বিদ্যুতের ব্যবহার করা হতে পারে বলেও শোনা যাচ্ছে

জ্বালানি হিসাবে আগামী বিদ্যুতের ব্যবহার করা হতে পারে বলেও শোনা যাচ্ছে

এর আগে ২০০৫ সাল নাগাদ কলকাতার রাস্তায় শেষ দেখা মিলেছিল ডাবল ডেকার বাস গুলির। সূত্রের খবর, বর্তমানে জ্বালানি হিসাবে বাস গুলিতে ডিজেলের ব্যবহার করা হলেও আগামীতে এগুলি বিদ্যুতের মাধ্যমে চালানো হবে বলেও ভাবছে প্রসাশন। কলকাতার জন্য এই মডেলের দোতলা বাস অনুমোদন পেলে গোটা দেশের জন্যই দোতলা বাস তৈরি করা হতে পারে বলে জানা যাচ্ছে।

English summary
the traditional double decker bus is on the way back to kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X