For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার বিধানসভায় মাছ বিলি! দিলীপের লজেন্স বিলিতে উৎসাহিত সরকার পক্ষ

বিধানসভায় লজেন্স বিলি করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাংলায় জিতলে সবাইকে মালপোয়া খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, তারই ‘প্রত্যুত্তর’-এ বিধানসভা মাছ বিলি করল রাজ্যের মৎস্য দফতর।

Google Oneindia Bengali News

ত্রিপুরার বিপুল জয়ে উৎসাহিত হয়ে সোমবার বিধানসভায় লজেন্স বিলি করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেইসঙ্গে বাংলায় জিতলে সবাইকে মালপোয়া খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। তারই 'প্রত্যুত্তর'-এ বিধানসভা মাছ বিলি করল রাজ্যের মৎস্য দফতর।

এবার বিধানসভায় মাছ বিলি! দিলীপের লজেন্স বিলিতে উৎসাহিত সরকার পক্ষ

[আরও পড়ুন: বিজেপির 'ভোট-কৌশল' শিখতে চায় সিপিএম! 'বেঙ্গল লাইনে' নয়া বার্তা সুর্যকান্তর ][আরও পড়ুন: বিজেপির 'ভোট-কৌশল' শিখতে চায় সিপিএম! 'বেঙ্গল লাইনে' নয়া বার্তা সুর্যকান্তর ]

বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান থেকে শুরু করে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী-সহ সব দলের বিধায়ককে লজেন্স খাইয়েছিলেন দিলীপবাবু। আর এদিন মৎস্য দফতর মাছ বিলি করল বিধায়ক থেকে শুরু করে সাধারণ কর্মীদের মধ্যেও। বিধায়কদের দেওয়া হল ইলিশ মাছ। আর সাধারণ নেতা-কর্মীরা পেলেন রুই-কাতলা।

এই মাছ বিলিকে কেন্দ্র করে এদিন উন্মাদনা দেখা যায় বিধায়ক থেকে শুরু করে সাধারণ নেতা-কর্মীদের মধ্যেও। কিন্তু কেন হঠাৎ এই মাছ বিতরণ। তা স্পষ্ট করলেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, আগেও মাছ বিলি করা হত। মাঝে তা বন্ধ হয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তা আবার শুরু করা হল। এই মাছ বিলি শুরু হওয়ায় বিধায়করা আনন্দিত।

তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এটা বিজেপি সভাপতি লজেন্স বিতরণের বদলা। শাসক দলের বিধায়কদেরও লজেন্স খাইয়েছিলেন দিলীপবাবু। তাই সমস্ত দলের বিধায়কদেরই ইলিশ মাছ দিল সরকার পক্ষ। স্রেফ সৌজন্যের নিরিখে একটা প্রত্যুত্তর পৌঁছে দেওয়া বিজেপির কাছে।

বিধায়কদের মিষ্টিমুখ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি টার্গেটেরও জবাব দিয়েছিলেন বিজেপি রাজ্ সভাপতি। শাসক পক্ষ অবশ্য সেরকম কিছুই বার্তা দেয়নি। আর্থিক বছরের শেষ লগ্নে স্রেফ তোফা হিসেবেই তুলে দেওয়া হয়েছে এই মাছ। রাজনীতির ঊর্ধ্বে উঠেই সরকার পক্ষ এই কাজ উপহার দিয়েছে বিধায়ক থেকে শুরু করে নেতা-কর্মীদের। এদিন বিধানসভায় লাইন দিয়ে মাছ নিতে দেখা যায় সবাইকে।

[আরও পড়ুন: বিজেপির চরিত্র নিয়ে খোঁটা, রাজ্যপালের টুইটে বিপজ্জনক সংকেত পাচ্ছেন ইয়েচুরি ][আরও পড়ুন: বিজেপির চরিত্র নিয়ে খোঁটা, রাজ্যপালের টুইটে বিপজ্জনক সংকেত পাচ্ছেন ইয়েচুরি ]

English summary
The state's fish department distributes fish in the assembly for MLA and others. Dilip Ghosh had distributed chocolate in the West Bengal Assembly, বিধানসভায় মাছ বিলি করল রাজ্যের মৎস্য দফতর।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X