For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদালতে গোপন জবানবন্দির ‘সমন’হাসিনকে, অথচ এখন যে পিছু হটছেন

আলিপুর আদালতে হাসিন জাহানের গোপন জবানবন্দি গ্রহণ করা হবে আগামী ১৯ মার্চ। আলিপুর এসিজিএম আদালতের কাছে গোপন জবানবন্দি নেওয়ার আবেদন করা হয়।

Google Oneindia Bengali News

আলিপুর আদালতে হাসিন জাহানের গোপন জবানবন্দি গ্রহণ করা হবে আগামী ১৯ মার্চ। আলিপুর এসিজিএম আদালতের কাছে গোপন জবানবন্দি নেওয়ার আবেদন করা হয়। সেই আবেদন মঙ্গলবার মঞ্জুর করেছে আদালত। সেইমতো এক ম্যাজিস্ট্রেট ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানের গোপন জবানবন্দি গ্রহণ করবেন।

আদালতে গোপন জবানবন্দির‘সমন’এসে গেল হাসিনের, কিন্তু এখন যে পিছু হটছেন তিনি

উল্লেখ্য, কলকাতা পুলিশের সদর দফতরে মহম্মদ শামির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন হাসিন। সেই এফআইআর দায়েরের পরই পুলিশ তদন্ত শুরু করে। এই মর্মে হাসিনের গোপন জবানবন্দি গ্রহণের আবেদন জানানো হয়। হাসিনের করা এফআইআর ও গোপন জবানবন্দির উপর ভিত্তি করেই এই তদন্ত চলবে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা।
ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে খুনের ছক ও ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছিলেন হাসিন।

অভিযোগ, শামি তাঁর দাদাকে দিয়ে স্ত্রী হাসিনকে ধর্ষণের চেষ্টা করেন। সেই অভিযোগের ভিত্তিতে শামি-সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শামির বিরুদ্ধে বধূ নির্যাতন ও অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ তো ছিলই।

এই অবস্থায় হাসিনের বয়ান রেকর্ড করা জরুরি। জরুরি তাঁর গোপন জবানবন্দিও। আগেই হাসিনের বয়ান রেকর্ড করা হয়েছিল লালবাজারে। এবার আদালতে তাঁর গোপন জবানবন্দি নেওয়া হবে। তার ভিত্তিতেই পরবর্তী তদন্ত এগোবে। হাসিনের সেই বয়ানের ভিত্তিতেই মহম্মদ শামিকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।

উল্লেখ্য, মহম্মদ শামির সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে ইতিমধ্যে তাঁর আইনজীবী কথা বার্তা শুরু করেছেন। শামিও চান ফের হাসিনের সঙ্গে ঝামেলা মিটিয়ে নিয়ে মেয়ের স্বার্থেই এক হতে। এহেন পরিস্থিতিতে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজাজ হারান হাসিন। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ক্যামেরা ভেঙে দেওয়ারও অভিযোগ ওঠে।

English summary
The secret confessional statement of Hasina Jahan will be accepted in the Alipur court on March 19. Now Hasin avoids Media persons,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X