For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরোদমে শুরু হয়ে গেছে ৪৪তম কলকাতা বইমেলার প্রস্তুতি

পুরোদমে শুরু হয়ে গেছে ৪৪তম কলকাতা বইমেলার প্রস্তুতি

  • |
Google Oneindia Bengali News

শীতের পারদ কমতে শুরু করেছে, আবহাওয়াও বেশ সহনশীল। আর শীত শেষ হতে হতেই শুরু হয়ে যাবে ৪৪ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বাকি রয়েছে মাত্র আর এক সপ্তাহ। তাই জোরকদমে শুরু হয়ে গেছে বইমেলার প্রস্তুতি। সল্টলেকের সেন্ট্রাল পার্ক ময়দানে আগামী ২৯ শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কলকাতা বইমেলা।

পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে নেওয়া হচ্ছে একাধিক ব্যবস্থা

পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে নেওয়া হচ্ছে একাধিক ব্যবস্থা

বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড বা পিবিএসজি বইমেলার ভীর রোধে ইতিমধ্যেই বিবিধ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা যাচ্ছে। এবারের কলকাতা বইমেলার থিম জুড়ে থাকছে রাশিয়া দেশ, সল্টলেকের সেন্ট্রাল পার্ক ময়দানে ২৯ শে জানুয়ারি থেকে ৯ই ফেব্রুয়ারি অবধি চলবে মেলা।

কল ড্রপ সংক্রান্ত সমস্যা এড়াতে থাকছে বিশেষ ব্যবস্থা

কল ড্রপ সংক্রান্ত সমস্যা এড়াতে থাকছে বিশেষ ব্যবস্থা

পিবিএসজির সভাপতি ত্রিদিব চ্যাটার্জি জানান, "আগামী ২৭ শে জানুয়ারির মধ্যেই মেলা প্রাঙ্গণ উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে। এই বছর মেলা প্রাঙ্গণে নেটওয়ার্ক বা কল ড্রপ জনিত সমস্যা এড়াতে এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল, জিও-র টেলিকম অপারেটর এবং বিধাননগর পুলিশ কমিশনারের সাথে আলোচনা করেছি। আগামী ২৯ শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতেই শুরু হবে মেলা।

থাকছে ৬০০-র কাছাকাছি স্টল

থাকছে ৬০০-র কাছাকাছি স্টল

মেলায় মোট ৬০০ টির কাছাকাছি স্টল থাকবে, এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র সহ, জাপান, ভিয়েতনাম, ফ্রান্স, আর্জেন্টিনা, গুয়াতেমালা, মেক্সিকো, পেরু, অস্ট্রেলিয়া, ১১ টি লাতিন আমেরিকার দেশ এবং বাংলাদেশের স্টলের জন্য একটি বড় জায়গা রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রতীকী ছবি

শহরে বাড়ছে ই–ওয়ালেট প্রতারণা, উদ্বেগে কলকাতা পুলিশ শহরে বাড়ছে ই–ওয়ালেট প্রতারণা, উদ্বেগে কলকাতা পুলিশ

English summary
The arrangements for the 44th Kolkata Book Fair have begun in full swing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X