For Quick Alerts
For Daily Alerts
করোনার আবহে হাসপাতালে আগুনে! বেলেঘাটা আইডিতে রোগীদের মধ্যে আতঙ্ক
করোনায় রক্ষা নেই, তার উপর বিপত্তি বেধেছে আচমকা আগুনে। হাসপাতাল বিল্ডিং থেকে ধোঁয়া বের হতে আতঙ্ক গ্রাস করল রোগী ও রোগীর আত্মীয়-পরিজনদের মধ্যে। শুক্রবার সন্ধ্যায় বেলেঘাটা আইডিতে আগুন লাগে। দমকলের তৎপরতায় চটজলদি আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, স্টোর রুমে আগুন লাগে। ধোঁয়া বের হতেই রোগীদের মধ্যে আতঙ্ক গ্রাস করে। তবে সমস্ত রোগীই সুরক্ষিত রয়েছে। দমকলে খবর দেওয়ার অদ্যাবধি পরেই চটজলদি ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। দমকল জানিয়েছে, আতঙ্কের কিছু নেই। আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। সম্পূর্ণ অ্যারেস্ট করা গিয়েছে আগুনকে।