For Quick Alerts
For Daily Alerts
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তপসিয়ার ঝুপড়ি, দমকলের ১২ ইঞ্জিন ঘটনাস্থলে
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল তপসিয়ার ঝুপড়ি। অন্তত ৫০টি ঝুপড়ি পুড়ে গিয়েছে। দমকলের ১০-১২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন এতটাই বিধ্বংসী রূপ নিয়েছে যে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আর ইঞ্জিন এনে আগুন ছড়িয়ে পড়া আটকানোর চেষ্টা চলছে।

মঙ্গলবার বিকেলে এই ভয়াবহ আগুন লাগে। তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ঝুপড়িতে। তপসিয়ার ওই এলাকায় বেশ কয়েকটি তেলের গোডাউনও ছিল। ছিল অনেক দাহ্য বস্তু। ফলে দাউ দাউ আগুন ছড়িয়ে পড়ে গোটা ঝুপড়িতে। দিনের বেলা এই আগুন লাগায় প্রাণহানির সম্ভাবনা কমেছে, তবে শীতের মুখে মাথার উপরের ছাউনি কেড়ে নিয়েছে বিধ্বংসী আগুন
কালী পুজো ও জগদ্ধাত্রী পুজোয় ট্রেন নিয়ন্ত্রণ! প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্টের

#BREAKING : BiharElectionResults : বিহারের মহারণ: এখনও চলছে ভোট গণনা, চলছে এনডিএ ও মহাজোটের মধ্যে দড়ি টানাটানির লড়াই