For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ প্রথম পূর্ণাঙ্গ বাজেট দ্বিতীয় তৃণমূল সরকারের, বাইরে বিকল্প বাজেট বিরোধীদের

আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট। তাই এবারের বাজেট পঞ্চায়েত ভোটের দিকে লক্ষ্য রেখে গ্রামমুখী হওয়ার সম্ভাবনাই প্রবল বলে মনে করছে রাজনৈতিক মহল।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১০ ফেব্রুয়ারি : দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আজ প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অর্থমন্ত্রী অমিত মিত্র। চূড়ান্ত বিশৃঙ্খলাময় রাজনৈতিক উত্তাপের মধ্যেই আজ, শুক্রবার দুপুর দু'টোয় পেশ হবে রাজ্য বাজেট। আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট। তাই এবারের বাজেট পঞ্চায়েত ভোটের দিকে লক্ষ্য রেখে গ্রামমুখী হওয়ার সম্ভাবনাই প্রবল বলে মনে করছে রাজনৈতিক মহল।[বিরোধীশূন্য রাজ্য বিধানসভায় আগামীকাল বেনজির বাজেট পেশ]

এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে এই বাজেট অনুমোদন করা হবে। তারপরই বাজেট পেশ করবেন অমিত মিত্র। রাজনৈতিক বিশেষজ্ঞরা এখন তাকিয়ে রয়েছেন, রাজ্যের তৃণমূল সরকার গ্রামোন্নয়নে জোর দিতে কেমন বাজেট করে।[বাজেট অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত বিধানসভা, শোকপ্রস্তাব ঘিরে তুলকালাম]

আজ প্রথম পূর্ণাঙ্গ বাজেট দ্বিতীয় তৃণমূল সরকারের, বাইরে বিকল্প বাজেট বিরোধীদের

এদিকে চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে এবার শুরু হয়েছে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন। সেই বিশৃঙ্খলার মধ্যে আজ রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বিরোধীশূন্য বিধানসভায় শুক্রবার বাজেট পেশ করা হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে যখন বাজেট বক্তৃতা করবেন অর্থমন্ত্রী, তখন বিধানসভার বাইরে বিকল্প বাজেট পেশ করবেন বিরোধীরা।[বাজেট ২০১৭ : কোন জিনিসের দাম বাড়ল-কমল তা জেনে নিন একনজরে]

বিরোধী দলনেতাকে সাসপেন্ডের প্রতিবাদে বাজেট অধিবেশন বয়কটের সিদ্ধান্তে অনড় কংগ্রেস ও বাম বিধায়করা স্থির করেছেন, তাঁরা বিকল্প বাজেট পেশ করবেন। এজন্য প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তের পরামর্শ নেওয়া হয়েছে। সেইমতো কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মা বাজেট পেশ করবেন বিধানসভা কক্ষের বাইরে আম্বেদকর মূর্তির পাদদেশে।[বাজেট ২০১৭ : সবচেয়ে গুরুত্বপূর্ণ ৯ টি ঘোষণা একনজরে]

বাজেট অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ও বামফ্রন্ট বিধায়করা। বেনজিরভাবে বিরোধীশূন্য বিধানসভায় বাজেট পেশ নিয়ে সরগরম রাজনৈতিক মহল। রাজনৈতিক মহল আরও সরগরম বিরোধীদের বিকল্প বাজেট নিয়ে। একই দিন একই সময়ে এই দুই বাজেট ঘিরে রাজনৈতিক উত্তাপ প্রবল রাজ্য বিধানসভায়।

English summary
The budget will be submitted to the State Assembly today. Opposition will submit alternative budget outside of assembly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X