For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পলিট্রমায় আক্রান্ত অভিনেতা বিক্রম সংজ্ঞাহীন, মাথায় পাঁচটি সেলাই, ঘাড়ে ও পায়েও আঘাত

ভোররাতে পার্টি থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তির পথ দুর্ঘটনা কেড়ে নিয়েছে বান্ধবী সনিকার প্রাণ। টেলি সিরিয়ালের জনপ্রিয় নায়ক বিক্রম চট্টোপাধ্যায় দুর্ঘটনায় জখম হয়ে পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে।

Google Oneindia Bengali News

কলকাতা, ২৯ এপ্রিল : ভোররাতে পার্টি থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা কেড়ে নিয়েছে বান্ধবী সনিকার প্রাণ। টেলি সিরিয়ালের জনপ্রিয় নায়ক বিক্রম চট্টোপাধ্যায় দুর্ঘটনায় জখম হয়ে পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে। চিকিৎসকরা তাঁকে কড়া পর্যবেক্ষেণ রেখেছেন। শনিবার দুপুর পর্যন্ত বিক্রম সংজ্ঞাহীন। চিকিৎসার পরিভাষায় তিনি পলিট্রমা আক্রান্ত।[গতির বলি মডেল সনিকা, জখম অভিনেতা বিক্রম, সিট বেল্ট না বাঁধায় খোলেনি এয়ারব্যাগ]

রুবি জেনারেল হাসপাতালে ডা. অভিষেক গুহ ঠাকুরতার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বিক্রমের। মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, বিক্রম পলিট্রমায় আক্রান্ত। তাঁর মাথায় পাঁচটি স্টিচ পড়েছে। এছাড়া তাঁর শরীরে একাধিক আঘাত রয়েছে। ঘাড়ে ও পায়ে চোট। জেনারেল কেবিনে রাখা হয়েছে বিক্রমকে।[পছন্দের দ্রুত গতির গাড়িই কেড়ে নিল প্রাণ, একনজরে সনিকা সিং চৌহন (১৯৯০-২০১৮) ]

পলিট্রমায় আক্রান্ত অভিনেতা বিক্রম সংজ্ঞাহীন, মাথায় পাঁচটি সেলাই, ঘাড়ে ও পায়েও আঘাত

পার্টি থেকে ভোররাতে বেরিয়ে বাড়ি ফিরছিলেন বিক্রম। সঙ্গে ছিলেন বান্ধবী সনিকা। গলি থেকে একটি গাড়ি হঠাৎ বেরিয়ে পড়ায় সংঘর্ষ এড়াতেই ডিভাইডারে উঠে পড়ে বিক্রমের টয়োটা করলা অলটিস। গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। তখন পাঁচটি এয়ার ব্যাগের একটিও কাজ করেনি বলেও জানা গিয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিক্রমই ড্রাইভিং করছিলেন। তাঁর পাশের সিটে বসেছিলেন সনিকা। গাড়ির সামনের সিটে চাপ চাপ রক্ত দেখে মনে হচ্ছে, সনিকাই ওই আসনে ছিলেন। বিক্রম দুর্ঘটনার আকস্মিকতায় ট্রমাচ্ছন্ন হয়ে পড়েন। তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা চলছে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। এই ঘটনায় টলি পাড়ায় শোকের ছায়া।

English summary
Tele-serial actor Vikram Chatterjee is attacked in polytrama, his injury is serious.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X