সরকারকে এড়িয়েই ট্যাক্সির ভাড়া বৃদ্ধির ঘোষণা মালিক সংগঠনের! ১ অগাস্ট থেকে লাগু
সরকারকে এড়িয়েই ট্যাক্সির ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করে গিল ট্যাক্সি মালিকদের সংগঠন বেঙ্গল ট্যাক্সি ইউনিয়ন। এক্ষেত্রে কোনও যাত্রী ট্যাক্সিতে উঠলেই দিতে হবে ৫০ টাকা। এরপর প্রতি কিমিতে ২৫ টাকা। এখন দিতে হয় ১৫ টাকা করে।

মিটার ডাউনে ৫০ টাকা
এবার থেকে ট্যাক্সিতে উঠে মিটার ডাউন করলেই দিতে হবে ৫০ টাকা। এরপর থেকে প্রতি কিলোমিটারের দিতে হবে ২৫ টাকা করে। বর্তমানে যেটি রয়েছে ১৫ টাকা।

১ অগাস্ট থেকে বাড়ছে ভাড়া
বেঙ্গল ট্যাক্সি ইউনিয়নের তরফে জানানো হয়েছে ১ অগাস্ট থেকে তারা বর্ধিত ভাড়া নেবেন। তার আগে জনগণ ও সরকারকে ১৫ দিন সময় দিতে চাইছেন তারা।

যাঁরা দিতে চাইবেন না, তোলা হবে না গাড়িতে
ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করে বেঙ্গল ট্যাক্সি ইউনিয়ন জানিয়েছে, ট্যাক্সিতে ওঠার আগেই যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। যাঁরা দিতে চাইবেন না, তাঁদের গাড়িতে তোলা হবে না।

বারবার ভাড়া বৃদ্ধির দাবি নস্যাতের অভিযোগ
বেঙ্গল ট্যাক্সি ইউনিয়নের সম্পাদক তথা অল বেঙ্গল ট্যাক্সি ওয়েলফেয়ার সংগঠনের আহ্বায়ক বিমাল গুহ জানিয়েছেন, তারা ২০১৮ থেকে ভাড়া বৃদ্ধির দাবি করে আসছেন। ২০২০-র জুলাইতে এসেও সরকার ভাড়া বৃদ্ধির দাবিতে উড়িয়ে দিয়েছে। তিনি আরও বলেন, যেভাবে জ্বালানির দাম বাড়ছে, তাতে ২৩ জন পরিবহণ দফতরের কাছে চূড়ান্ত সময়সীমা দিয়েছিলেন তারা। এই ঘোষণায় যদি সরকারি শাস্তি নেমে আসে, তাতে তারা পিছিয়ে আসবেন না বলে জানিয়েছেন বিমল গুহ।
