For Daily Alerts
ফের লাগাতার ধর্মঘটে শামিল ট্যাক্সিচালকরা, অচল হবে পরিবহণ

ট্যাক্সির ভাড়া বৃদ্ধি, পুলিশের তথাকথিত জুলুম বন্ধের দাবিতে এর আগেও তিন দফায় ধর্মঘট করেছেন চালকরা। তখন রাজ্য সরকার আশ্বাস দিয়েছিল, অভিযোগ খতিয়ে দেখার। কিন্তু ট্যাক্সিচালকদের অভিযোগ, এ ব্যাপারে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। পরিবহণ মন্ত্রী মদন মিত্র বারবার বললেও কথা রাখেননি। তাই বাধ্য হয়ে ধর্মঘটে যেতে হল বলে জানিয়েছেন ট্যাক্সিচালকরা।
এদিকে, পরিবহণ মন্ত্রী মদন মিত্র বলেছেন, ধর্মঘট করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর আগামীকাল রাস্তায় বেশি সংখ্যায় বাস নামানো হবে বলে জানান তিনি। ট্য়াক্সি নিয়ে এই জটিলতা কবে কাটবে, তা কেউই বলতে পারছেন না।