For Quick Alerts
For Daily Alerts
কড়া নজরদারি পুলিশের বাবুঘাটে চলছে তর্পণ
মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সন্ধিক্ষণে পূণ্যতিথি। বৃহস্পতিবার ভোর থেকে শহরে বিভিন্ন ঘাটে শুরু হয়েছে তর্পণ। আগামী দিনে অতীতকে স্মরণ করে মায়ের অপেক্ষা। বাজা কদমতলা ঘাটে তর্পণে প্রচুর মানুষের সমাগম দেখা গিয়েছে।

এদিন কলকাতা পুলিশ জানিয়েছে, গঙ্গার ঘাটে কড়া নজরদারি চালানো হয়েছে। পাশাপাশি সর্তকতা মূলক ব্যবস্থা হিসাবে রাখা হয়েছে বিপর্যয় মোকাবেলা টিম।

দেবীপক্ষের সূচনায় গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ
যেখান থেকে ভোট কম, সেখানে কাজ বন্ধ! অনুব্রতর নিদানে সাংবিধানিক প্রশ্ন তুলল বিজেপি