For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদে গিয়ে কাগজ ছোঁড়া, মার্শালের সঙ্গে মারামারি! বিধানসভায় বিজেপির আচরণ নিয়ে মমতাকে 'পাঠ' দিলেন দিলীপ

সোমবার পশ্চিমবঙ্গে বিধানসভায় (Assembly) বিজেপি (bjp) বিধায়কদের বিক্ষোভকে সমর্থন করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তৃণমূল (Trinamool Congress) ও মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) নি

  • |
Google Oneindia Bengali News

সোমবার পশ্চিমবঙ্গে বিধানসভায় (Assembly) বিজেপি (bjp) বিধায়কদের বিক্ষোভকে সমর্থন করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তৃণমূল (Trinamool Congress) ও মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) নিশানা করে এদিন সকালে তিনি বলেছেন, যাঁরা সংসদে গিয়ে রুল বুক ছোঁড়ে, কাগজ ছোঁড়ে তারা কীভাবে গণতন্ত্র শেখাবে। আগামী দিনেও যে এরকম পরিস্থিতি আরও তৈরি হবে, তার ইঙ্গিতও দিয়ে রেখেছেন তিনি।

বিধানসভায় নাটকীয় পরিস্থিতি

বিধানসভায় নাটকীয় পরিস্থিতি

সোমবার প্রায় একঘন্টা ধরে বিধানসভায় নাটকীয় পরিস্থিতি। রাজ্যপালের ভাষণ শুরুর আগে থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির বিধায়করা। সেই সময় রাজ্যপাল বারে বারে ভাষণ শুরু করতে দিতে অনুধোর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যপাল শুভেন্দু অধিকারীর সঙ্গে আলাদা করে কথাও বলেন। কিন্তু পরিস্থিতির কোনও উন্নতি হয়নি।

একঘন্টা ধরে বিজেপির অসভ্যতা, বলেছিলেন মমতা

একঘন্টা ধরে বিজেপির অসভ্যতা, বলেছিলেন মমতা

রাজ্যপাল ভাষণের প্রথম ও শেষ লাইন পড়ে বেরিয়ে যাওয়ার সময় বিধানসভার বাইরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার স্পিকার। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভায় অভূতপূর্ব ঘটনা, যা আগে কখনও হয়নি। তিনি কটাক্ষ করে বলেন, বিজেপি যে অসভ্যতা ও অভদ্রতা করল, হেরেও তাদের লজ্জা নেই। নিজেদের ওয়ার্ডে জিততে পারেননি অনেকে। হেরে গিয়েও বিজেপি নাটক করছে বলে অভিযোগ করেছিলেন তিনি। পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টারও অভিযোগ করেন তিনি।

বিধানসভায় বিজেপি বিধায়কদের অবস্থানকে সমর্থন

বিধানসভায় বিজেপি বিধায়কদের অবস্থানকে সমর্থন

সোমবার বাজেট অধিবেশনের শুরুর দিনে বিজেপি বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। যা নিয়ে বিজেপির বিরুদ্ধে বিশৃঙ্খলতার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। এদিন দিলীপ ঘোষ বলেছেন বিশৃঙ্খলার কী আছে। গণতন্ত্রে বিরোধীদের বলার জায়গা নেই, সেখানে তো বিধানসভাতেই বলতে হবে, বলেছেন তিনি। বিরোধীরা দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, দাবি করেছে, এটাই তো পদ্ধতি বলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।

সংসদে তৃণমূলের আচরণে প্রশ্ন

সংসদে তৃণমূলের আচরণে প্রশ্ন

এদিন দিলীপ ঘোষ তুলনা দিতে গিয়ে বলেন, যাঁরা সংসদে গিয়ে রুল বুক ছুঁড়ছেন, চিৎকার চেঁচামেচি করা, কাগজ ছোঁড়া, মার্শালের সঙ্গে মারামারি করা, তাঁরা কী করে গণতন্ত্র শেখাবেন, প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ। তৃণমূলকে এটা সইতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

 লোকসভায় কাগজ ছুঁড়েছিলেন মমতা

লোকসভায় কাগজ ছুঁড়েছিলেন মমতা

২০০৫ সাল। তৃণমূলের একমাত্র সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। ৪ অগাস্ট পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীর অভিযোগ তুলে তৎকালীন লোকসভার অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের দিকে কাগজ ছুঁড়েছিলেন তিনি। ২০২১-এর অগাস্টে কৃষি আইনের বিরোধিতায় রাজ্যসভায় বিক্ষোভ দেখাতে গিয়ে চেয়ারম্যানের দিকে রুল বুক ছোঁড়ায় অভিযুক্ত হয়েছিলেন তৃণমূল সাংসদ।

আগে জেরা করা হোক তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, আনিস খানের হত্যা মামলায় জোরাল দাবি দিলীপেরআগে জেরা করা হোক তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, আনিস খানের হত্যা মামলায় জোরাল দাবি দিলীপের

English summary
Targeting TMC and mamata banerjee Dilip Ghosh supports BJP's behavior in the WB assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X