For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংক্রিটের জঙ্গলে তাজা ঘাসের ছোঁয়া পেতে চান, ঘুরে আসুন টালা দক্ষিণপল্লির পুজো মণ্ডপে

টালা দক্ষিণপল্লি দুর্গাপুজো কমিটির মণ্ডপে গেলে চোখ জুড়িয়ে যেতে বাধ্য, চারিদিকে শুধুই সবুজ ঘাস, গোটা মণ্ডপই ঘাসের তৈরি

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

সবুজ মানেই সৃষ্টি। সবুজ মানে সতেজতা। সবুজ মানে প্রাণ। প্রাকৃতিক বন-জঙ্গল ধ্বংস করে কংক্রিটের জঙ্গল গড়ে তুলতে আজ যেন এক প্রতিযোগিতা চলছে। সবুজায়নকে শেষ করে শহরায়নের খেলায় মেতেছে মানুষ। পায়ের তলায় নেই একটু মাটি, একটু ঘাসের ওপর খালি পায়ে হাঁটার জায়গা নেই। বাড়িতে পুজো পার্বণের সময়ে দুর্বা-ঘাসও কিনে আনতে হয়।

কংক্রিটের জঙ্গলে তাজা ঘাসের ছোঁয়া পেতে চান, ঘুরে আসুন টালা দক্ষিণপল্লির পুজো মণ্ডপে

এইরকম একটা সময়ে টালা দক্ষিণপল্লি দুর্গাপুজো কমিটির মণ্ডপে গেলে চোখ জুড়িয়ে যেতে বাধ্য। চারিদিকে শুধুই সবুজ ঘাস। গোটা মণ্ডপই ঘাসের তৈরি। তাও আবার কৃত্রিম নয়, একেবারে প্রাকৃতিক ঘাস দিয়ে তৈরি এই মণ্ডপ। বেশ কয়েকমাস আগেই শুরু হয়েই এই মণ্ডপের কর্মকাণ্ড। চটের ওপর মাটি দিয়ে রীতিমত ঘাস গজিয়ে তোলা হয়েছে। তারপর সেই ঘাস দিয়েই তৈরি হয়েছে মণ্ডপ। এমনটাই জানিয়েছেন টালা দক্ষিণপল্লির সভাপতি বিশ্বনাথ সাউ।

কংক্রিটের জঙ্গলে তাজা ঘাসের ছোঁয়া পেতে চান, ঘুরে আসুন টালা দক্ষিণপল্লির পুজো মণ্ডপে

প্য়ান্ডেলে গেলেই ভেজা ঘাসের এক গন্ধ পাবেন যা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে আপনার শৈশবে। জুতোটা খুলে একটু খালি পায়ে ঘাসের পর হাঁটতেও ইচ্ছে করতেই পারে।

কংক্রিটের জঙ্গলে তাজা ঘাসের ছোঁয়া পেতে চান, ঘুরে আসুন টালা দক্ষিণপল্লির পুজো মণ্ডপে

এবছর ৫০ বছরে পা দিল টালা দক্ষিণপল্লির দুর্গাপুজো। আর তাই প্রতিমাতেও অভিনবত্বের ছোঁয়া। এখানে কাত্যায়নি রূপে দেখা যাবে মা দুর্গাকে। দশটা নয় চারটে হাত। মূলত নবরাত্রির ষষ্ঠদিনের রূপের আদলেই এই প্রতিমা গড়ে তুলেছেন মৃতশিল্পী পরিমল পাল।

কংক্রিটের জঙ্গলে তাজা ঘাসের ছোঁয়া পেতে চান, ঘুরে আসুন টালা দক্ষিণপল্লির পুজো মণ্ডপে

থিমপুজোর বাজারে সব পুজো কমিটিই নিত্য নতুন চমক লাগানো থিম আনছে ফি বছর। কিন্তু টালা দক্ষিণপল্লির থিম চমক দেওয়ার জন্য নয়, আপনাকে শৈশবে ফিরিয়ে নিয়েও যাওয়ার জন্য। আপনিও যদি সবুজ ঘাসের ছোঁয়া পেতে চান তাহলে ঘুরে আসুন শ্রীশচন্দ্র চৌধুরী লেন (ময়দান)- এ টালা দক্ষিণপল্লির পুজোয়।

কংক্রিটের জঙ্গলে তাজা ঘাসের ছোঁয়া পেতে চান, ঘুরে আসুন টালা দক্ষিণপল্লির পুজো মণ্ডপে

কংক্রিটের জঙ্গলে তাজা ঘাসের ছোঁয়া পেতে চান, ঘুরে আসুন টালা দক্ষিণপল্লির পুজো মণ্ডপে

English summary
Tala Dakshinpalli Durga puja gets all green on its golden jubilee, fresh green grass can be seen everywhere in Pandal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X